আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জঙ্গিবাদ, উগ্র্র সাম্প্রদায়িকতা প্রতিরোধ এবং ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির লক্ষে কক্সবাজাবাসীর সাথে ভিডিও কনফারেন্স করবেন। ভিডিও কনফারেন্সর মাধ্যমে মাঠ পর্যায়ের বিভিন্ন শেণী পেশার মানুষের কথা শুনবেন এবং দিক নির্দেশনা প্রদান করবেন।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। এছাড়া কক্সবাজার সরকারী কলেজ, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে সকল উপজেলায় জনগণ যাতে ভিডিও কনফারেন্স দেখতে পারে তার ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও যে সকল স্কুল-কলেজে এ লেপটফ ও মাল্টিমিড়িয়া প্রজেক্টর রয়েছে সেখানে ভিডিও কনফারেন্স দেখানোর ব্যবস্থা গ্রহন করা হবে। ভিডিও কনফারেন্স বাস্তবায়নে জেলা প্রশাসন প্রস্তুতি সভা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।