৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

কক্সবাজারের সঙ্গে ‘সাবমেরিন কেবল ব্যান্ডউইথ নেটওয়ার্ক’-এ ত্রিপুরা

মুম্বাই, চেন্নাইয়ের পর এবার ইন্টরনেট পরিষেবার ক্ষেত্রে আন্তর্জাতিক ‘গেটওয়ে’র মর্যাদা পেতে চলেছে আগরতলা। বাংলাদেশের কক্সবাজারের সঙ্গে ‘সাবমেরিন কেবল ব্যান্ডউইথ নেটওয়ার্ক’-এর মাধ্যমে যুক্ত হচ্ছে ত্রিপুরা। ৬-৭ মাসের মধ্যেই সেই কাজ শেষ হবে।

রোববার আগরতলায় গুরুত্বপূর্ণ ওই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী মানিক সরকার। বাংলাদেশের সঙ্গে ‘ব্যান্ডউইথ’ সংযোগ স্থাপিত হলে ত্রিপুরা-সহ গোটা উত্তর-পূর্বাঞ্চলের ইন্টারনেট পরিষেবা উন্নত হবে। এ কথা জানান বিএসএনএল সংস্থার চেয়ারম্যান ও এমডি অনপুম শ্রীবাস্তব।
এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাথমিক প্রস্তাব দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মানিকবাবু জানিয়েছেন, পরে কেন্দ্রীয় সরকারের কাছেও ওই একই প্রস্তাব পাঠানো হয়েছিল। রাজ্য ও বিএসএনএল-এর আর্জিতে সাড়া দেয় কেন্দ্রও।  সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়।

কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর বলেন, ‘‘দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের উন্নতিতে বদ্ধপরিকর। আগরতলায় ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে তৈরির সিদ্ধান্তে তারই প্রতিফলন ঘটেছে।’’ তিনি জানান, কেন্দ্রীয় সরকার ত্রিপুরার টেলি-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৬৭ কোটি রুপি অনুদান দিয়েছে।- ওয়েবসাইট

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।