মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে মঙ্গলবার ২৪ মার্চ বিকেল থেকে কক্সবাজারে সেনাবাহিনী নামবে। বর্তমান করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনী নামানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক ও করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক বলেন, রামু সেনানিবাসের দশম পদাতিক ডিভিশনে প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। সেনাবাহিনী জেলা কমিটির নির্দেশনা মতো করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমে সহায়তা করবেন।
করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে জেলা কমিটির আপডেট কার্যক্রম কি-এমন প্রশ্নের জবাবে কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, সেনাবাহিনী সহ ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির মঙ্গলবার ২৪ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা রয়েছে। কমিটির সভায় করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে আপডেট সিদ্ধান্ত নেওয়া হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।