২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজারে খালেদা জিয়ার আগমনে জেলা ছাত্রদলের ব্যাপক প্রস্তুতি

সংবাদ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে ২৯ অক্টোবর কক্সবাজারে আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ কারণে গত রবিবার সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে ২৭ অক্টোবর শুক্রবার দুপুর ২টায় জেলা বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মনির উদ্দিন মনির এর পরিচালনায় উক্ত প্রস্তুতি সভায় জেলা শাখার আওতাধীন বিভিন্ন পৌরসভা, উপজেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্সবাজার আগমণ, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, ত্রাণ বিতরণ ও কক্সবাজার সার্কিট হাউজে অবস্থানকালীন সময়ে নিরাপত্তা নির্বিঘœ ও কর্মসূচী সফল করার লক্ষে জেলা ছাত্রদল সার্বক্ষনিক দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সড়ক পথে গাড়িবহরকে অভ্যর্থনা জানানোর লক্ষ্যে স্ব-স্ব উপজেলার সড়কে দলীয় নেতাকর্মিদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়। এছাড়া দলীয় প্রধানের সফরকালীন সময়ে প্রশাসনের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন টীমে বিভক্ত হয়ে জেলা ছাত্রদল দায়িত্বপালন করবে। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, সহ-সভাপতি আবদুর রউফ, মাহসুমুল ইসলাম রাসেল, জাহিদুল ইসলাম রিটন, সাইফুর রহমান নয়ন, রাসেদুল হক, শাহাদাত হোসেন, শাহীনুল কাদের লিমন ও কক্সবাজার সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল করিম রাশেদসহ স্ব-স্ব ইউনিটের আহবায়ক ও যুগ্ম আহবায়ক উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।