কক্সবাজার সমুদ্রের বালিয়াড়ীতে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চলে শহরের নাজিরারটেক, সমিতি পাড়া ও মোস্তাক পাড়ায়। অভিযানে ৭টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের নির্দেশনায় এ অভিযান চালান নিবার্হী ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েশ ও শাহরীন ফেরদৌসী।
নিবার্হী ম্যাজিষ্ট্রেট ইমরুল কায়েশ জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান চলছে। সমুদ্রের বালিয়াড়ীতে কোন ধরনের স্থাপনা বা বসতঘর করা যাবেনা। এটি সম্পূর্ণ অবৈধ। আর এ অভিযান অব্যাহত থাকবে।
যেসব লোকজন এখানে অবস্থান করছে তাদের কি হবে এমন প্রশ্নে বলেন, যেসব লোকজন অবৈধভাবে বসবাস করছে তাদের আশ্রয়নের মাধ্যমে সরিয়ে নেয়া হবে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে নিবাহী ম্যাজিষ্ট্রেটকে সহযোগিতা করেন, কক্সবাজার আনসার ব্যাটালিয়ান নায়েক মোহাম্মদ আইনুল হকের নেতৃত্বে ৫ জন আনসার সদস্য ও কক্সবাজার সদর থানার এসআই কুতুব উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।