১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজারে নানা আয়োজনে দৈনিক আমাদের সময় এর বর্ষপূর্তি উদযাপন

‘সময় এবার আমাদের বাংলাদেশের’ এই শ্লোগানে পর্যটন শহর কক্সবাজারে নতুনধারার দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে ছিল নানা আয়োজন।
বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে কেক কেটে দিনের কর্মসূচি শুরু করা হয়। এরপর আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
দৈনিক আমাদের সময়ের কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক সরওয়ার আজম মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহবুবুর রহমান চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন, কোস্ট ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, গণ মানুষের প্রিয় কাগজ দৈনিক আমাদের সময় হাটি হাটি পাপা করে ১৯ বছরে পদার্পণ করেছে। বস্তুনিষ্ঠতার জন্য এই পত্রিকার পাঠক অনেক বেশি রয়েছে। প্রতিনিয়ত দেশের নানা সমস্যা আর সম্ভাবনাকে তুলে ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে অনন্য ভূমিকা রাখছে দৈনিক আমাদের সময়। পত্রিকাটির দীর্ঘ পথ চলায় কোনো ধরণের অবাস্তব সংবাদ পরিবেশন চোখে পড়ে নাই। সত্যের পথে থেকে সত্য প্রচারে আরো একধাপ এগিয়ে যাক দৈনিক আমাদের সময় এ প্রত্যাশা করেন আলোচনায় অংশ নেওয়ারা।
এসময় উপস্থিত ছিলেন, এনটিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, একুশে টেলিভিশন প্রতিনিধি আবদুল আজিজ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আইয়ুবুল ইসলাম, বার্তা সংস্থা ইউএনবি’র প্রতিনিধি দীপক শর্মা দিপু, লিওনেশন প্রতিনিধি  জুনায়েদ আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এর জুলফিকার, দৈনিক আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মাইন উদ্দিন হাসান শাহেদ, ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি নেছার আহমদ, দৈনিক ইনানীর হেড অব নিউজ শফি উল্লাহ শফি, প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক নুপা আলম, দৈনিক সমকালের প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার এএইচ সেলিম উল্লাহ, দৈনিক আমাদের সময়ের রামু প্রতিনিধি শোয়েব সাঈদ, কক্সবাজার জেলা ক্যামেরা পার্সন এসোসিয়েশনের সভাপতি নুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি মামুন, রাইজিংবিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান, আজাদ, প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।