কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে টহলের সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের দুই এসআইসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে ভারুয়াখালী বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ-র্যাব-বিজিবি অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই দেবাশীষ সরকার, এসআই সন্দীপ চন্দ্র নাথ ও আমর্ড পুলিশের সদস্য আলতাফ। তাদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, নির্বাচনী নিরাপত্তায় নিয়মিত টহলে যায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। ভারুয়াখালী বাজার এলাকা পার হওয়ার সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় নারীও অংশ নেয়। তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ে। ইট-পাটকেলের আঘাতে তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার, এসআই সন্দীপ চন্দ্র নাথ ও আমর্ড পুলিশ সদস্য আলতাফ আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, ঘটনার খবর পেয়ে আমার নেতৃত্বে পুলিশ, র্যাব, বিজিবি ঘটনাস্থলে অভিযানে যান। এ সময় হামলায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।