২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

কক্সবাজারে পৌঁছেছেন খালেদা জিয়া

বিশেষ প্রতিবেদকঃ রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য রোববার কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি সোমবার সকাল ১১ টায় কক্সবাজারের উখিয়ার বালুখালিসহ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং ত্রাণ বিতরণ করবেন। পাঁচ বছর পর কক্সবাজারে বিএনপি প্রধানের এ সফরকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, সড়ক পথে বেগম খালেদা জিয়ার কক্সবাজারে পৌঁছেছেন। তিনি কক্সবাজার সার্কিট হাউজে রাত যাপন করবেন। সোমবার সকাল ১১টায় উখিয়ায় বালুখালি পানবাজার রোহিঙ্গা ক্যাম্প, বালুখালি-২, হাকিমপাড়া ও শফি উল্লাহকাটা ঢালা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন তিনি। ওই দিন বিকেলে কক্সবাজার হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। মঙ্গলবার সকাল ১০টায় তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। পথিমধ্যে ফেনী সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন।

তিনি আরো জানান, খালেদা জিয়ার সফরসূচী সফল ও তদারকী করতে কক্সবাজারে অবস্থান করছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও জাতীয় মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস।

 

কেন্দ্রীয় বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেন, খালেদা জিয়া উখিয়া-টেকনাফের প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে ত্রাণ বিতরণ করবেন। ম্যাডামের কক্সবাজার আগমনে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীরা রাস্তায় ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে চেয়ারপারসকে অভ্যর্থনা জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আপোষহীন নেত্রী খালেদা জিয়ার সাথে এক ডজন কেন্দ্রীয় নেতাও এসেছেন কক্সবাজারে। এর আগে মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খাঁন কক্সবাজারে এসে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের সাথে দফায় দফায় মিটিংয়ে বসে সবকিছু তদারকী করছেন। জেলা বিএনপি ১৪ টি সাংগঠনিক ইউনিট খালেদা জিয়াকে বরণ করেন। বেগম জিয়ার সফর উপলক্ষে ৬টি উপ-কমিটি গঠন করা হয়।

রোববার চকরিয়ার উত্তর হারবাং থেকে শুরু করে জেলা প্রতিটি এলাকায় ও কক্সবাজার সার্কিট হাউজ এলাকা পর্যন্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ব্যাপক সংবর্ধিত করা হয়েছে।

 

প্রসঙ্গত: ২০১২ সালের জুন মাসে বেগম খালেদা জিয়া বৌদ্ধ মন্দির হামলার ঘটনা পর কক্সবাজারে এসেছিলেন। গত শনিবার বেগম খালেদা জিয়া সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে বের হয়ে দুপুরে ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি করেন। চট্টগ্রামে রাত্রিযাপন করেন। রোববার কক্সবাজার পৌঁছেছেন।

সোমবার সকাল ১১টায় উখিয়ায় বালুখালি পানবাজার রোহিঙ্গা ক্যাম্প, বালুখালি-২, হাকিমপাড়া ও শফি উাল্লাহকাটা ঢালা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন তিনি। ওই দিন বিকেলে কক্সবাজার হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। মঙ্গলবার সকাল ১০টায় তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। পথিমধ্যে ফেনী সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।