২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা ভরপুর করবে ছাত্রলীগ


গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরতœ শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন ও জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
০২মে (মঙ্গলবার) সকাল ১১টায় শহরের বেস্ট ওয়েস্টার্ণ হ্যারিটেজ হোটেলের হল রুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ছাত্রনেতা সাইফুর রহমান সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান সোহাগ বলেন- কক্সবাজার জেলা ছাত্রলীগ একটি সু-শৃঙ্খল ইউনিট। বাংলাদেশ ছাত্রলীগের মডেল ইউনিট কক্সবাজার এখানকার মাটি ছাত্রলীগের ঘাটি। প্রধানমন্ত্রী কক্সবাজারকে অনেক দিয়েছেন। কক্সবাজারকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করেছেন। আমাদের অভিভাবক প্রিয় নেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সকল স্তুরের নেতাকর্মীকে সমানভাবে কাজ করতে হবে।
এছাড়াও তিনি জেলা ছাত্রলীগের আওতাধীন সকল ইউনিটে প্রস্তুতি সভা করার নির্দেশ দেন। তিনি বলেন- ছাত্রলীগ একটি চেইন অব কমান্ডের মধ্যে চলে। সবাইকে হাই কমান্ডের নির্দেশমতো জনসভাস্থল কানায় কানায় ভরপুর করতে হবে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত মাটে থাকতে হবে ছাত্রলীগকে।
প্রস্তুতি সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন- কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী, উপ-দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটির সদস্য সরোয়ার আজম।
বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক দ্বায়িত্বপ্রাপ্ত নেতা বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা ও উপ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম জয়।


এছাড়াও বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জালাল উদ্দিন মিঠু, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম শাকিল ও ফিরোজ উদ্দিন খোকা।
এতে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আভাষ শর্মা বিশু, রউফ নেওয়াজ ভুট্টো, কামরুল হাসান সোহাগ, রবিউল এহেসান লিটন, শাহিনুল হাসান, আসাদ উল্লাহ সায়েম, মিজানুর রহমান হিমেল, যুগ্ন-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল, বোরহান উদ্দিন খোকন, সেলিম সরোয়ার, রুবায়ছুর রহমান, ইব্রাহীম আজাদ বাবু, মারুফ ইবনে হাসান,
সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, মেহেদী হাসান, শাখাওয়াত হোসাইন, দপ্তর সম্পাদক শাহনিয়াজসহ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের আওতাধীন উপজেলা, থানা ও সাংগঠনিক ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদকের মধ্যে- কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসান ইকবাল রিপন, সাধারণ সম্পাদক শাকিল আজম, কক্সবাজার আইন কলেক ছাত্রলীগের আহ্বায়ক ইসমাঈল সাজ্জাদ, যুগ্ন-আহ্বায়ক হারেছুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীন, সাধারণ সম্পাদক ওয়াসিফ কবির, কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মোছাব্বির হোসাইন তানিম, সাধারণ সম্পাদক মোস্তফা ইমন, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন মিঠু, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, সাধারণ সম্পাদক এহতেশামুল হক, মাতামুহুরী সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পারভেজ রানা, মহেশখালী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী মুরাদ, যুগ্ন-আহ্বায়ক পরোয়ার হাবীব মোস্তফা বকুল, হালিমুর রশীদ, মোবারক হোসেন বারেক, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন, ঈদগাঁও সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদ উদ্দিন রাশেল, সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাফজ্জল হক হায়দার চৌধুরী নিশান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।