১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজারে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠলো

এম.এ আজিজ রাসেল:

তেজদীপ্ত রোদে বাজছে ফুটবলের লড়াইয়ের দামামা। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন। নীল আকাশজুড়ে রং-বেরঙের বেলুনের মেলা। সব আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ঘিরে।

বুধবার (১৮ অক্টোবর) কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্টের বালিকায় মুখোমুখি হয় চকরিয়া বনাম উখিয়া উপজেলা। খেলায় দুর্বল উখিয়াকে সহজেই ১-০ গোলে পরাস্ত করে চকরিয়া।

বালকদের ম্যাচে উখিয়া ও চকরিয়া মধ্যে জমজমাট লড়াই হয়। নির্ধারিত সময় শেষ হয় গোল শূন্যতে। এতে ফলাফল গড়ায় ট্রাইব্রেকারে। ৪-২ গোলে চকরিয়াকে হতাশায় ডুবায় উখিয়া। দুটি অসাধারণ সেভ দিয়ে জয়ের নায়ক বনেন উখিয়ার গোলরক্ষক।

এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্ট থেকে খেলোয়াড়দের ক্যারিয়ার শুরু হয়। এখানে ভাল করলে পর্যায়ক্রমে সফলতা আসবে। এটাই এই আয়োজনের মূখ্য উদ্দেশ্য। গত দুই বছরে এই টুর্নামেন্ট থেকে অনেক মেধাবী খেলোয়াড় সৃষ্টি হয়েছে। যারা জাতীয় পর্যায়ে কক্সবাজারের সুনাম সমৃদ্ধ করছে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, হারুন অর রশীদ, এম, আর মাহবুব ও আলী রেজা তসলিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রতন দাশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।