পর্যটন শহর কক্সবাজারে জনগণের মধ্যে যৌন হয়রানি নির্মূলকরণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনজিও সংস্থা ব্র্যাক মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি ও একটি রিক্সা র্যালীর আয়োজন করে। গতকাল রবিবার সকাল ১০টায় জেলা পুলিশ সুপার কার্যলয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: তোফায়েল আহম্মেদ এ রিক্সা পেল্ট ক্যাম্পেইন এর শুভ উদ্ভোধন করেন।
এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, ব্র্যাক কর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ব্র্যাক প্রতিনিধি জনাব অজিত নন্দী। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন মেজনিন কর্মসূচি ব্র্যাক, কক্সবাজার।
প্রায় ৩০/৪০টি রিক্সার পিছনে ‘যৌন হয়রানিকে না বলুন সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন’ স্টিকার লাগিয়ে র্যালীটি জেলা পুুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে গোল দিঘির পাড় হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।