২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চট্রগ্রামে মুমিনুলদের সামনেও আজ শ্রীলংকা

কলম্বোয় বাংলাদেশকে নিয়ে নামছেন মাশরাফি মুর্তজা, চট্টগ্রামে মুমিনুল হক। উভয়েরই প্রতিপক্ষ এক_ শ্রীলংকা। ইমার্জিং টিমস এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ লংকার অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হচ্ছে মুমিনুলের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো সুযোগ বাংলাদেশের সামনে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যখন বাংলাদেশ-শ্রীলংকা খেলবে, একই সময়ে এমএ আজিজে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ ও আফগানিস্তান ইমার্জিং টিম।

সেমির প্রতিপক্ষ হিসেবে আফগানদের পেতে পারত বাংলাদেশ। কক্সবাজারে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে টাই করায় গ্রুপে রানার্সআপ হয় মুমিনুলের দল। এর আগে গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ হংকং ও নেপালকে উড়িয়ে দেয় বাংলাদেশ। শ্রীলংকা সেমিফাইনালে উঠেছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে। ভারত, আফগানিস্তানের মতো দুটি করে জয় পেলেও রান রেটের এগিয়েছিল অ্যাঞ্জেলো পেরেরার নেতৃত্বাধীন দলটি। লংকার অনূর্ধ্ব-২৩ দলে অবশ্য জাতীয় দলের আরও তিন ক্রিকেটার আছেন। ১০ টেস্ট, ৬ ওয়ানডে ও তিনটি টি২০ খেলা কিথরুয়ান ভিথানাগের সঙ্গে আছেন সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলা শিহান জয়সুরিয়া ও অ্যামিলা আপানসো। বাংলাদেশের হয়ে ২৩-ঊর্ধ্ব কোটায় খেলছেন মুমিনুল, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন ও আবুল হাসান রাজু। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান আর মোহাম্মদ সাইফুদ্দিনের মতো তরুণরা আছেন দলে। এ ছাড়া দলের সঙ্গে রাখা হয়েছে জাতীয় দলের পেসার শফিউল ইসলামকেও। নিজেদের মাটিতে আয়োজিত এ টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়। শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে উঠলে সেই লক্ষ্য পূরণের শেষ ধাপ খেলতে হবে সোমবার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত দিবা-রাত্রির ফাইনাল ম্যাচ জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।