২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজারে রোববার থেকে পেট্রোলপাম্পে ধর্মঘট

petrole-pamp20161027085327
কক্সবাজারের সমস্ত পেট্রোলপাম্পে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে। বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক ১২ দফা দাবি আদায়ের আন্দোলনে একিভূত হয়ে কক্সবাজার পেট্রোলপাম্প ও ডিলারস ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্সি ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে এক বৈঠক বুধবার সন্ধ্যায় এজাজুল ওমর চৌধুরী বাট্টুর সভাপতিত্বে শহরের এক রেস্তোরায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক অজিউল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক মাঈনুদ্দীন চৌধুরী।

সভায় কক্সবাজার পেট্রোলপাম্প মালিক সমিতির উপদেষ্টামন্ডলির সদস্য তোফায়েল আহমদ চৌধুরীসহ কেন্দ্রীয় পেট্রোলপাম্প মালিক সমিতির সদস্য ও কক্সবাজারের পেট্রোলপাম্প মালিকগণ উপস্থিত ছিলেন।

সভায় সকলেই কেন্দ্রীয় পরিষদের সঙ্গে একমত পোষণ করে আগামী ৩০ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সকল পেট্রোলপাম্প ও এজেন্সি এবং ট্যাংক-লরি মালিক ও শ্রমিকবৃন্দ বিনিয়োগ ও শ্রম প্রদান থেকে বিরত থাকার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় সমগ্র জেলার জন্য তেল উত্তোলন, পরিবহন, বিক্রয় ও বিপণন বন্ধ থাকবে বলে ঠিক করেন তারা। এছাড়া দাবি পুরণ না হওয়া পর্যন্ত সমগ্র জেলার পেট্রোলপাম্প ও ট্যাংক-লরি বন্ধ থাকবে।

উল্লেখ্য, পেট্রোলপাম্প মালিক সমিতির সমস্যা সমাধানের জন্য ১২ দফা দাবি আদায়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া হয়। দাবি আদায়ে গত ২৮ আগস্ট ৯ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি কর্মসূচী পালন করে সংশ্লিষ্টরা। এরপরও সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ না করার ফলে গত ৪ সেপ্টেম্বর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়। কিন্তু গত ২০ সেপ্টেম্বর জ্বালানি প্রতিমন্ত্রী এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই আগের মতো ২-১টি আশ্বাস দিয়ে সভাকক্ষ ত্যাগ করেন। সেখানে ১২ দফা দাবির বিষয়ে কোনো কথা বলার সুযোগ দেয়া হয়নি।

এমতাবস্থায় ১২ দফা দাবি আদায়ে সরকারকে ১০দিনের সময় দেয়া হয়। কিন্তু সরকার কোনো উদ্যোগ না নেয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে অনির্দিষ্টকালের কর্মবিরতির মতো কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নেয় পেট্রোলপাম্প মালিক সমিতি।

এরআগে গত ১৯ অক্টোবর ঢাকায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেখান থেকে সারাদেশের জন্য অনির্দিষ্টকালের কর্মবিরতির আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।