বিএফইউজে’র কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে কক্সবাজারেও সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সম্প্রতি দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুলকে পৌর মেয়র কর্তৃক গুলি করে হত্যা, সাগর-রুনির বিচারে দীর্ঘ সূত্রিতা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচী ঘোষনা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। এদিকে আজকের কর্মসূচীতে সকল সংবাদকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।