কক্সবাজার সময় ডেস্কঃ রাখাইনে নির্যাতিত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে এবার ঢাকা আসছেন জাতিসংঘের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স অ্যান্ড ইমার্জেন্সি রিলিফ কো-অর্ডিনেটর (আন্ডার সেক্রেটারি) মার্ক লোকক ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্থনি।
আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। এর মধ্যে ২ ও ৩ অক্টোবর তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
গত ২৫ আগস্টের পর রাখাইনে সহিংসতার পর থেকে ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। যার মধ্যে ৬০ শতাংশ নারী ও শিশু। জাতিসংঘের হিসাব মতে, এ পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।