২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রবিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আবুল কাসেমের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় স্বাধীনতা দিবেসের অনুষ্ঠান মালা। সকাল ৮.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ সিআইপি’র নেতৃত্বে র‌্যালি সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদের প্রতি সম্মান জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ সিআইপি।
আলোচনা সভায় বক্তারা বলেন, লাখ শহীদের রক্তের বিনিময়ে অজির্ত আমাদের এই স্বাধীনতা। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম বলেই আজ আমরা বাঙালি জাতি হিসেবে গর্ববোধ করে থাকি। বাংলাদেশ আজ সারা বিশে^র কাছে উন্নয়ণের বিস্ময়। আর এই উন্নয়ণের ধারা বজায় রাখতে হলে প্রয়োজন একটি শিক্ষিত জাতি। শিক্ষাই একটা জাতির মেরুদন্ড। কক্সবাজার ইন্টারন্যাশণাল ইউনিভার্সিটি এতদ্ব অঞ্চলের শিক্ষার মান উন্নয়ণে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে এবং আগামীদিনেও কক্সবাজারের শিক্ষার উন্নয়ণে ভুমিকা রেখে যাবে। এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ )আব্দুস সবুর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন সিদ্দিকী, পরীক্ষা নিয়ন্ত্রক এ, এস, এম সাইফুর রহমান, আইন বিভাগের প্রধান নাইম আলিমুর হায়দার, বাণিজ্য বিভাগের প্রধান রাজিদুল হক সহ সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।