কক্সবাজার উত্তর বন বিভাগের বিভিন্ন সামাজিক বনায়ন ও নার্সারী পরিদর্শন করেন চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক আব্দুল লতিফ। ৬ মার্চ তিনি উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ থেকে শুরু করে ঈদগাঁও রেঞ্জ পরিদর্শনের মাধ্যমে এর সমাপ্তি ঘটান। চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষকের নতুন দায়িত্ব পেয়ে সর্ব প্রথম ফাঁসিয়াখালী, ফুলছড়ি ও ঈদগাঁও রেঞ্জের আওতাধীন বাগান-নার্সারী পরিদর্শন করেন। এ সময় তার ছিলেন কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা শাহি-আলম, ফুলছড়ি সহকারী বন সংরক্ষক মোহাম্মদ ইউছুফ, সহকারী বন সংরক্ষক সদর মোহাম্মদ হোসাইন, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এবিএম জসিম উদ্দীন, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কাজী মোকাম্মেল কবির, ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা শেখর রায় চৌধুরী, ডুলাহাজারা বিট কর্মকর্তা মামুনুর রশিদ, খুটাখালী বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নাপিতখালী বিট কর্মকর্তা তপন কান্তি পাল, ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা আবু তাহের সহ বন কর্মচারীবৃন্দ। পরিদর্শন উত্তর চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক আব্দুল লতিফ বলেন, সরকার ও জনগণের অংশ গ্রহন ভিত্তিক চলমান সামাজিক বনায়ন দেশের পরিবেশ সুরক্ষর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে বিশাল অবদান রাখছে। এ গুরুত্বপূর্ণ সামাজিক বনায়ন দেশ ও জাতির স¦ার্থে বাঁচিয়ে রাখার জন্য সকলেরই দায়িত্ব।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।