কক্সবাজার সরকারি কলেজের মেধাবী ছাত্রী এইচ এসসি পরীক্ষার্থী সানজিদা তাসমিন অপহরণের ১৪দিন পর ১২ জানুয়ারী ভোরে চট্টগ্রামের আগ্রাবাদ ইপিজেট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের মূল হুতা এহেছানকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্প্রতিবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ মামলার তদন্তকারি কর্মকর্তা মনোতোষ বড়ুয়া ধৃতদের আদালতে হাজির করলে বিচারক আসামি এহেছানকে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেন।
একই সাথে অপহৃতা ভিকটিম সানজিদার বক্তব্য শুনে তাকে মা-বাবার জিম্মায় দেন।
গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় শহরের পেশকার পাড়া থেকে ফিল্মস্টাইলে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় অপহৃতার পিতা কর্তৃক মামলা দায়ের করা হলেও পুলিশের উদ্ধার অভিযান চালায় জেলার সর্বত্র। প্রায় ২ সপ্তাহ ধরে উদ্ধার করতে না পারায় হতাশ হয়ে পড়েছিল সানজিদার পরিবার ও এলাকাবাসি। অবশেষে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশেষর সহযোগীতায় মামলার তদন্তকারি কর্মকার্তা অভিযুক্ত আসামিকেসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।