২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কক্সবাজার ছাড়লো ওরা ৩৭ বাংলাদেশী

Coxs-37-Bangladeshi-ho-ther

যাচাই-বাছাইয়ের শেষে কক্সবাজার ছেড়েছে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ৩৭ বাংলাদেশী। এদের মধ্যে চার শিশুকে রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার জেলা আদালতে এ সব আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে, শুক্রবার বিজিবি ও বিজিপি এর মধ্যকার এক পতাকা বৈঠকে শিশুসহ ওই ৩৭ বাংলাদেশী অভিবাসীকে ফেরত আনা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার দুপুরে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ আদালতে উপস্থাপন করলে আদালত চার শিশুকে রেড ক্রিসেন্টের মাধ্যমে স্বজনদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেন। বাকি ৩৩ জনের নাম ঠিকানা যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র সহযোগিতায় তাদেরকে স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠকের মধ্যদিয়ে ৩৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। পরে সন্ধ্যায় বিজিবি তাদের জেলা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ডরমেটরিতে রাখে।
এর আগে ৮ জুন প্রথম দফায় ১৫০ জন বাংলাদেশীকে ফেরত আনা হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।