২৮ নভেম্বর, ২০২৪ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

কক্সবাজার জেলার ফিতরা ৬০ টাকা

download
কক্সবাজার জেলার ১৪৩৬ হিজরী সনের ফিতরা ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় ফিতরার এই হার নির্ধারণ করা হয়।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় বায়তুর রহমান জামে মসজিদে কক্সবাজার ইমাম পরিষদের ফিতরা নির্ধারণ কমিটির এক জরুরী সভা ইমাম পরিষদ ও ফিতরা নির্ধারণ কমিটি সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মুফতি সোলাইমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামী শরীয়াহ মতে গম বা আটা, খেজুর, কিসমিস ইত্যাদী পণ্যগুলোর যে কোন একটির মাধম্যে ফিতরা প্রদান করা যায়। গম বা আটার মাধম্যে প্রদান করলে ১কেজি ৬৬২ গ্রাম বা এর বাজার মূল্য ৫৮.১৭ টাকা প্রদান করতে হবে। তবে দেওয়ার সুবিধার্থে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খেজুরের মাধম্যে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৮০ টাকা প্রদান করতে হবে। কিসমিসের মাধম্যে প্রদান করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১০৯০ টাকা প্রদান করতে হবে।
মুসলমানরা নিজ নিজ সামর্থানুযায়ী সদকাতুল ফিতর আদায় করতে পারবেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নুরুল আমীন, বায়তুল ইজ্জত জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নুরুল মোস্তফা, বদরমোকাম জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হাফেজ মুহাম্মদ ইউনুছ ফরাজী, বায়তুর রহমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ কারী আতাউল্লাহ, ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম মাওঃ অলিউল্লাহ, বিমানবন্দর জামে মসজিদের খতিব মাওঃ আতাউল করিম, বায়তুশ শরফ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হাফেজ নুরুল আবছার, বইল্যাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও ওসমান গণী ও মাওঃ মঞ্জুর এলাহী প্রমুখ।
#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।