কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার (২৫ জুন) নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৬ জন। সেখানে ৫৮ জন কক্সবাজার জেলার। ১৮ জন পার্বত্য বান্দরবান জেলা, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরের দুইজন রয়েছেন। মোট ৪৯২ জন রোগীর করোনা টেষ্ট হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।
করেনা ধরা পড়া ৭৬ জনের মধ্যে কক্সবাজার সদরে ৩২ জন, রামু উপজেলায় একজন, উখিয়া উপজেলায় ৬ জন, টেকনাফ উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ৩ জন, মহেশখালী উপজেলায় ৭ জন ও কুতুবদিয়া উপজেলায় দুইজন এবং পার্বত্য বান্দরবান জেলায় ১৮ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এ দিন ৪১৪ জন সন্দেহভাজন রোগীর টেষ্ট রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।