প্রাথমিক ও এবতেদায়ি সমাপনি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কক্সবাজার জেলায় পাশর হারে গেল ১২ বছরের রেকর্ড অতিক্রম করেছে। এ বছর মাত্র ১৮১ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এবছর কক্সবাজার জেলা থেকে ৪৬ হাজার ১৮১ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনিতে অংশ নিয়ে উর্ত্তীণ হয়েছে ৪৬ হাজার জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫৬৬ জন। পাশের হার ৯৯.৬১ শতাংশ যা ১২ বছরের সর্বোচ্ছ বলে জানা গেছে। এ বছর জেলায় ২০ হাজার ৩৪ জন ছাত্রের মধ্যে পাশ করেছে ১৯ হাজার ৯৬৬ জন এবং ২৬ হাজার ১৪৭ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ২৬ হাজার ৩৪ জন। জেলায় মোট অকৃতকার্যের পরিমান ১৮১ জন। গত বছরের তুলনায় পাশের হার এবং জিপিএ উভয় বেড়েছে। অপরদিকে এবতেদায়ি সমাপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৭৪১ জন। জিপিএ -৫ পেয়েছে মাত্র ২০৬ জন। পাশর হার ৯৬.৫২ শতাংশ। গত বছরের তুলনায় পাশের হার এবং জিপিএ -৫ উভয় কমেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসসুত্রে জানা যায়, জেলায় প্রাথমিক সমাপনিতে এবছর পাশের হার ও জিপিএ-৫ উভয় বাড়লে ও এবতেদায়ি সমাপনিতে কমেছে। উপজেলা ভিত্তিক প্রাথমিক সমাপনির ফলাফল হল কক্সবাজার সদরে ৮৬২২ জনে পাশ করেছে ৮৩১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭১০ জন। রামুতে ৬২৩০ জনে পাশ করেছে ৫৯২৫ জন। জিপিএ৫ পেয়েছে ৫০৩ জন। চকরিয়ায় ১০,৩৬৪ জনে পাশ করেছে ১০,০৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৯৫ জন। পেকুয়ায় ৪১০৮ জনে পাশ করেছে ৩৯৫২জন। কুতুবদিয়ায় ২৮৫৬ জনে পাশ করেছে ২৭৪৮ জন। জিপিএ -৫ পেয়েছে ১৮০ জন। মহেশখালীতে ৭০৮১ জনে পাশ করেছে ৬৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৭৪ জন। উখিয়ায় ৪৪৮০ জনে ৪৩৪১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬৩ জন। টেকনাফে ৩৯৭৫ জনে পাশ করেছে ৩৭৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬৮ জন। জেলায় ছাত্র পরীক্ষার্থীর পাশের হার ৯৯.৬৬ শতাংশ এবং ছাত্রী পরীক্ষার্থী পাশের হার ৯৯.৫৬ শতাংশ। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৩৫৬৬ জন। এদের মধ্যে ছাত্র ১৬৯৯ জন এবং ছাত্রী ১৮৬৭ জন। উপজেলা ভিত্তিক পাশের হারে এগিয়ে মহেশখালী। এদিকে জেলায় কৃতিত্বপূর্ন ফলাফল অজর্নকারি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হলো কক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুল, পিটিআই সংলগ্ন পরীক্ষন বিদ্যালয়, বিয়াম ল্যবরেটরি স্কুল, শহীদ তিতুমীর ইনষ্টিটিউট, পিএমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি উল্লেখযোগ্য। অপরদিকে মাদ্রাসা বোর্ডের এবতেদায়ি সমাপনিতে জেলায় পাশের হার ৯৬.৫২ শতাংশ। জেলায় ১২ হাজার ৭৪১ জনে পাশ করেছে ১২ হাজার ৩৫১ জন। জিপিএ-৫ পেয়েছে ২০৬ জন। এবতেদায়িতে উপজেলা ভিত্তিক পাশের হার হল কক্সবাজার সদরে ৯৯.২৪শতাংশ, উখিয়ায় ৯৪.২২ শতাংশ, মহেশখালীতে ৯৯.৬১ শতাংশ, কুতুবদিয়ায় ৮৯.৭১ শতাংশ, রামুতে ৯৭.৮৭ শতাংশ, চকরিয়ায় ৯৩.৭৫ শতাংশ, টেকনাফে ৯৬.১৮ শতাংশ, পেকুয়ায় ৯৬.১৮ শতাংশ। এবতেদায়ি সমাপনিতে এ বছর জিপিএ-৫ এবং পাশের হার উভয় কমেছে। তবে প্রাথমিক সমাপনিতে জেলায় ১২ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে পাশের হারে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।