২৫ এপ্রিল, ২০২৫ | ১২ বৈশাখ, ১৪৩২ | ২৬ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে এমপি জাফরকেই চান তৃণমূল

বার্তা পরিবেশক:

প্রায় সাতবছর পর আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। এবারের সম্মেলনেও কী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে গতবারের মতোই সিলেকশন হবে, না-কী তৃণমূলের কাউন্সিলরদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব উঠে আসবে তা নিয়ে জোরেশোরে চলছে আলোচনা। বিশেষ করে সভাপতি পদে গতবার তুমুল আলোচনায় থাকা বর্তমান কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের নাম এবারও তৃণমূলের নেতাকর্মীদের মুখে মুখে শোনা যাচ্ছে।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন- কারণ একমাত্র ব্যতিক্রম এই সংসদ সদস্য জাফর আলমের নির্বাচনী এলাকায় বিএনপি-জামায়াতকে কঠোরভাবে দমন করেছেন। সাম্প্রতিক সময়ে বিএনপি জোটকে আন্দোলনের নামে রাজপথ দখল করতে দেননি এমপি জাফর আলম। যদিওবা জেলা সদরসহ জেলার অন্যান্য আসনে বিএনপি জোট তাদের কেন্দ্রীয় কর্মসূচী নিয়ে মাঠে নামতে পেরেছিলেন। সেই ক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনায় সভাপতি পদে এমপি জাফর আলমের বিকল্প নেই বলে মনে করছেন পুরো জেলায় দলের তৃণমূলের নেতাকর্মী ও কাউন্সিলররা।

দলের জেলা পর্যায়ের সিনিয়র একাধিক নেতার রোষানলে পড়তে পারেন এমন আশঙ্কা থেকে নাম প্রকাশ না করার শর্তে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া, রামুসহ জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ দাবি করেছেন- অতীতের মতো বিএনপি-জামায়াত রাজনীতির নামে আগামীতেও মাঠে আগুন-সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করবে। রাজপথে সেই সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে হবে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের বিকল্প নেই। গতবারের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে যদি সরাসরি ভোট অনুষ্ঠান হতো তাহলে জাফর আলমই বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হতেন। তবে কেন্দ্রের সিদ্ধান্তকে গতবারের সম্মেলনে জাফর আলম স্বাগত জানিয়েছিলেন। তাই এবারের সম্মেলনে তারা জাফর আলমকেই সভাপতি পদে নির্বাচিত করতে চান।

এবারের সম্মেলন ও কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন কী-না জানতে চাইলে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম এমএ বলেন- ‘গতবারের জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে সভাপতি পদে তৃণমূলের নেতাকর্মী এবং কাউন্সিলর, ডেলিগেটবৃন্দরা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য উম্মুখ হয়ে ছিলেন। কিন্তু শেষপর্যন্ত দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে আমি স্বাগত জানিয়েছিলাম।’

এবারের সম্মেলন ও কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী জাফর আলম এমপি আরো বলেন, ‘জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সর্বশেষ যারাই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন, মূলত তারা দলকে মাঠপর্যায়ে সুসংগঠিত করার বদলে গ্রুপিংয়ে ইন্ধন দিয়েছেন। এমনকি স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে বিদ্রোহীদের হয়েও কাজ করেছিলেন তারা। এই কারণে জেলার প্রতিটি ইউনিটে নেতায় নেতায় দ্বন্ধ প্রকট আকার ধারণ করে। তাই এবার দলের জেলার নেতৃত্বে আমূল পরিবর্তন আশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।’

অপর এক প্রশ্নের জবাবে সভাপতি পদপ্রার্থী জাফর আলম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা যদি আমাকে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেন তাহলে আমি তা মাথা পেতে নেবো। আর যদি শেখ হাসিনা আমাকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ঝাঁড়ুও দিতে বলেন, তাও আমি স্বেচ্ছায় সেই কাজ করবো।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।