একুশে পদকপ্রাপ্ত দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম গণসাংস্কৃতিক সংগঠন ঐতিহ্যবাহী বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কক্সবাজার জেলার রজত জয়ন্তী উৎসব ও একাদশ সম্মেলন ১৭ ও ১৮ নভেম্বর দুই দিন ব্যপাী পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর বিকেল ৩টায় সম্মেলনের উদ্বোধন করবেন জাতিসত্ত্বার কবি, একুশে পদকপ্রাপ্ত মুহাম্মদ নুরুল হুদা। অতিথি থাকবেন কেন্দ্রীয় উদীচীর সহ-সভাপতি যথাক্রমে ডা: চন্দন দাশ, নাট্যজন শংকর সাঁওজাল, ভারতের লেখক ও গবেষক ড. দেবব্রত দেব রায়, কেন্দ্রীয় উদীচীর সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত। উদ্বোধনের পর শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
দুইদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে ভারত থেকে আগত কন্ঠশিল্পী স্বর্ণিমা রায়, নৃত্যশিল্পী রাহুল দেব ও আবৃত্তিশিল্পী সিদ্ধার্থ শংকর হালদার, রংপুরের বাউল শিল্পী রনজিত কুমার রায়, বাংলাদেশ বেতারের আবৃত্তিকার প্রবীর পাল, উদীচী মৌলভীবাজার জেলা সংসদ, কক্সবাজার থিয়েটার, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, শব্দায়ন আবৃত্তি একাডেমী, ঝিনুকমেলা খেলাঘর আসর ও কন্ঠশিল্পী হাসান তারেকের উপস্থাপনা। রজতজয়ন্তী উৎসব ও সম্মেলনে স্বাধীনতার চেতনায় বিশ^াসী প্রগতিবাদী সকলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক কল্যান পাল ও সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব দীলিপ দাশ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।