বার্তা পরিবেশকঃ কক্সবাজার জেলা কারাগারে বিভিন্ন মাদক মামলায় আটক প্রায় ২০০ জন বন্দীদের নিয়ে তাদের সংশোধন ও সচেতনতা সৃষ্টি করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা কারাগারেেএক ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।২০ জুন বৃহস্পতিবার সকালে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সৌমেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কারাগার জেল সুপার বজলুল রশিদ আখন্দ।এ সময় প্রধান অতিথি বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি, মাদকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। তাই এই ধ্বংসের পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসুন, আমরা গড়ে তুলি মাদকমুক্ত সমাজ ও সমৃদ্ধশালী দেশ।’আলোচনা সভা শেষে আটক কারাবন্দীদের মাদক থেকে বিরত থাকার জন্য শপথ বাক্য পাঠ করান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।