২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি;
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা কর্মপরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন (বৃহস্পতিবার) বাদ আছর নতুন জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আকাবিরে দেওবন্দের রেখে যাওয়া আমানত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আপামর তাওহিদী জনতার হৃদয়ের সংগঠন। ইসলাম, দেশ ও জাতির কল্যাণে এ সংগঠনের গতিধারাকে তরান্বিত করা সময়ের দাবি। তাই সংগঠনকে অধিকতর সুসংহত করতে নেতা-কর্মীদের ইখলাস ও বিজ্ঞতাপূর্ণ সাংগঠনিক কর্মতৎপরতা চালিয়ে যেতে হবে।
জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ইসলামী ছাত্রসমাজের জেলা সভাপতি হাফেজ শওকত আলী, শহর শাখার সাধারণ সম্পাদক হুজাইফা মাহমুদ প্রমুখ।
এ সভায় জেলাব্যাপী পার্টির কর্মতৎপরতা বৃদ্ধিকরণে ইতিপূর্বে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন ও নতুন জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন বিষয়ে গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন, দাওয়াতী কর্মতৎপরতা বেগবান এবং সাংগঠনিক পরিমণ্ডলে নিষ্ঠার সাথে সময় দেয়ার ব্যাপারে তাগিদারোপ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।