২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ৯৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

received_1835060900085476
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় ১ ডিসেম্বর শেষ হলো। শেষদিন বিপুল উৎসাহ-উদ্দীপনায় এ জেলায় রিটার্নিং অফিসারের কাছে মনোননয়ন পত্র দাখিল করেছেন ৯৩ জন প্রার্থীরা।
আওয়ামী লীগ প্রার্থী ছাড়াও জেলায় বিদ্রোহী প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৪ ডিসেম্বর প্রার্থীতা যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। এরপর প্রতীক বরাদ্দ করা হবে। আর নির্বাচন হবে ২৮ ডিসেম্বর।
কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সমর্থন পাওয়া বর্তমান চেয়ারম্যান মোস্তাক আহম্মদ চৌধুরী ও । নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ২ জনসহ সংরক্ষিত মহিলা সদস্য/সাধারণ সদস্য পদে ৯৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এছাড়াও সদস্য পদে ৭১ জন ও সংরক্ষিত পদে ২০ নারী সদস্য মনোনয়নপত্র জমা দেন। এতে আওয়ামী লীগ মনোনীত সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় জেলা পরিষদ নির্বাচন/২০১৬ ও জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজারসুত্রে জানা গেছে, বৃহস্পতিবার শেষ দিনে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হচ্ছে, চেয়ারম্যান পদে জেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জাপা নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ.এইচ. সালাহ উদ্দীন মাহমুদ।
সংরক্ষিত ওয়ার্ড নং- ০১ , প্রীতি কণা শর্মা, শিরীন ফরজানা, মশরফা জান্নাত।
সংরক্ষিত ওয়ার্ড নং- ০২ মোছাম্মদ উম্মে কুলসুম, আসমা উল হোসনা, জাহানারা পারভীন, মর্জিনা বেগম, সৈয়দা নিঘাত আমিন।

সংরক্ষিত ওয়ার্ড নং- ০৩, শাহানা বেগম, আনোয়ারা বেগম, ফিরোজা বেগম, লুৎফুন্নাহার , রেহেনা খানম।
সংরক্ষিত ওয়ার্ড নং- ০৪,শাহেনা আকতার, হামিদা তাহের, তাহমিনা চৌধুরী লুনা, রোমেনা আক্তার।
সংরক্ষিত ওয়ার্ড নং- ০৫, স্নজিদা বেগম, আশরাফুন নেছা রিপা, আশরাফ জাহান কাজল।
এছাড়াও সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছে, ওয়ার্ড নং- ০১, মো: জাহেদুল ইসলাম ফরহাদ মিজানুর রহমান আহামদ উল্লাহ, মনোয়ারুল ইসলাম চৌধুরী (মুকুল)।
ওয়ার্ড নং- ০২ মুঃ কামাল উদ্দীন, জাফর আলম, মোঃ রুহুল আমিন, লুৎফুর রহমান, মোহাম্মদ ইকবাল চৌধুরী।
ওয়ার্ড নং- ০৩, মোস্তফা আনোয়ার, আনোয়ার পাশা চৌধুরী, সিরাজ মিয়া, মুহাম্মদ আইয়ুবুর রহমান, শহিদুল ইসলাম মুন্না, আজিজুল হক (আজিজ)।
ওয়ার্ড নং- ০৪, রিয়াজ খান রাজু, জাহাংঙ্গীর আলম, মোঃ জাহাঙ্গীর আলম, এস,এম,গিয়াস উদ্দিন, এ,টি,এম জায়েদ মোর্শেদ, মোঃ ইকবাল, আবুল কাশেম, মোঃ তারেক ছিদ্দিকী, মেহেদী হাসান, আবু হেনা মোস্তফা কামাল।
ওয়ার্ড নং- ০৫, জহির হোছাইন, কমরুউদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ বদরুদ্দোজা, এ.টি.এম.জিয়াউদ্দীন চৌধুরী জিয়া, ফিরোজ আহমদ চৌধুরী, এস.এম. জাহাঙ্গীর আলম বুলবুল, মাহবুব রহমান।
ওয়ার্ড নং- ০৬, এম আজিজুর রহিম, মোঃ আবু তৈয়ব, আকতার আহমদ, নুরুল আমিন চৌধুরী।
ওয়ার্ড নং- ০৭, জাহেদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, আবদুর রহিম, মোজাফ্ফর হোসেন পটু, খলিলুর রহমান, মোহাম্মদ ওয়ালিদ।
ওয়ার্ড নং- ০৮, মোঃ শাহনেওয়াজ তালুকদার, মোক্তার আহাম্মদ চৌধুরী, আ.ন.ম. আমিনুল এহেছান, মোহাম্মদ ওমর ফারুক, সোলতান আহামদ।
ওয়ার্ড নং- ০৯, মোঃ আরিফুল ইসলাম, মোঃ জুনায়েদ কবির, সোহেল জাহান চৌধুরী, আজিজুর রহমান, মঞ্জুরুল হক চৌধুরী, মিজানুল হক।
ওয়ার্ড নং- ১০, মোঃ নুরুজ্জামান, উজ্জল কর, শামসুল আলম, রফিক উদ্দীন, মাহমুদুল করিম, মোঃ রুহুল আমিন।
ওয়ার্ড নং- ১১, শামশুল আলম মন্ডল, পলক বড়ুয়া।
ওয়ার্ড নং- ১২, মুহাম্মদ মুহিববুল্লাহ, শামসুল আলম।
ওয়ার্ড নং- ১৩, নুরুল হক, আবদুর রহিম, রাহামত উল্লাহ।
ওয়ার্ড নং- ১৪ , হুমায়ুন কবির চৌধুরী, মোঃ খাইরুল আমিন, খোরশিদা বেগম ও ওয়ার্ড নং- ১৫, জহির হোসেন, মোহাম্মদ শফিক মিয়া।
মনোনয়নপত্র জমা শেষে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের উদ্দেশ্যে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, সরকার জেলা পরিষদকে আরো শক্তিশালী করতে নির্বাচন আয়োজন করেছে। এ নির্বাচনকে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল করতে হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আগামী ২৮ ডিসেম্বর কক্সবাজার জেলা পরিষদের নির্বাচন। এতে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে বর্তমান জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এএইচ সালাহউদ্দিন মাহমুদ। তিনি সরকারের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি’র কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।