৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ

water at cox tek

 

কক্সবাজারে অব্যাহত ভারিবর্ষণে কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত টানা বর্ষণে এলাকার তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক  বলেন, ‘বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ৪৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। আগামী দুদিন বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে সর্তক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। রামু ও পেকুয়ার ৩০ ইউনিয়ন এখন পানির নিচে। এ সব এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হয়ে রাস্তা ভেঙে যাওয়ায় কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মাতামুহুরী, বাকখাঁলী ও রেজু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন  বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় কক্সবাজার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন পাহাড়ি এলাকায় মাইকিং শুরু হয়। জেলা প্রশাসনের পক্ষে তথ্য অফিস প্রচারণা চালাচ্ছে। একই সঙ্গে কক্সবাজার পৌরসভাও মাইকিং করছে। যে সব পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি আছে সে সব এলাকায় লোকজনকে সরে যেতে বলা হচ্ছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হচ্ছে। টানা বর্ষণে শহরের পাহাড়তলী, বাস টার্মিনাল, কলাতলীসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোথাও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।