নিয়ম এক বছর বা কিছুটা সময় বেশী হলেও কক্সবাজার বিমান বন্দরের ব্যবস্থাপক হাসান জহিরের জন্য এই নিয়মটি পুরোপুরিই ভিন্ন। কোন এক মন্ত্রীর নিকটাত্বীয় পরিচয়ে ক্ষমতার হুমকিতে তিনি একই কর্মস্থলে চাকরি করছেন দীর্ঘ ৪ বছর। অথচ, আকাশ পথে ইয়াবা ও স্বর্ণ পাচারসহ বিমানবন্দরের নানা উন্নয়ন কাজে অনিয়ম-দূর্নীতির ধারাবাহিকতা রক্ষা ছিলো তার আমলেই। সর্বশেষ স্বয়ং বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ও সচিব খোরশেদ আলম চৌধুরীসহ মন্ত্রনালয়ের শীর্ষ কর্মকর্তাদের সামনে গণমাধ্যমকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরনে জড়িয়ে পড়েন হাসান জহির। সেদিন বিমানবন্দরের ভিআইপি লাউন্সে ম্যানেজারের উদ্যত্তপূর্ণ আচরণ করে। ওই ঘটনায় সাংবাদিক নেতারা দ্রুত তাকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবীতে আল্টিমেটাম দেন। এরপর অল্পদিনের ব্যবধানে তাকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয় মন্ত্রনালয়। কিন্তু স্ট্যান্ড রিলিজ কিংবা বদলি হওয়ার প্রায় এক সপ্তাহ পরও বহাল তবিয়তে রয়ে গেছেন বিতর্কিত এই এয়ারপোর্ট ম্যানেজার। নতুনভাবে থাকতে চান আরও অনেক সময়। তাই মধুর চেয়ার ধরে রাখার মাধ্যমে নিজের প্রস্থান ঠেকাতে মোটা অঙ্কের টাকার মিশন নিয়ে মাঠে নামেন হাসান জহির।
এদিকে টানা ৪ বছর একই কর্মস্থলে থাকার পরেও পূণরায় কক্সবাজার বিমানবন্দরে থেকে যাওয়ার মিশনই বলে দেয় এখানে দূর্ণীতির বড় ঘাঁটি রয়েছে। এই চেয়ারে বসে থাকতে পারলে বিমানবন্দর দিয়ে ইয়াবাসহ হরেক রকম মাদক পাচার করে রাতারাতি লাখ লাখ টাকার মালিক হওয়া যায়। তাই যে কোন উপায়ে বদলি ঠেকানোর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন বিতর্কিত ম্যানেজার হাসান জহির।
এর আগে ১০ মে দুপুরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল সানাউল্লাহ বিমান ম্যানেজার হাসান জহিরের বদলির এ আদেশ দেন।
বিশেষ সূত্র জানায়, হাসান জহিরকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরস্থ অভ্যন্তরিন ডুমেস্টিক এয়ারপোর্টের স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। একইসাথে কক্সবাজার বিমানবন্দরে তার স্থলাবিষিক্ত হয়ে নতুন ম্যানেজার হিসেবে যোগদান করার কথা রয়েছে সাধন কুমার মোহন্ত নামে অপর কর্মকর্তার। যিনি বর্তমানে ঢাকা শাহজালাল বিমানবন্দরস্থ অভ্যন্তরিন ডুমেস্টিক এয়ারপোর্টের ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত রয়েছেন।
প্রসঙ্গত: গত ৬ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সামনে সাংবাদিকদের নাজেহাল করার ঘটনায় কক্সবাজার বিমানবন্দর ব্যবস্থাপক হাসান জহিরের বিরুদ্ধে ব্যাপক বিতর্ক উঠে আসে। তখনকার সময়ে কক্সবাজার সাংবাদিক ইউনিনের পক্ষ থেকে দেয়া আল্টিমেটামের প্রেক্ষিতে মন্ত্রণালয় বিতর্কিত ব্যবস্থাপক হাসান জহিরকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেন। কিন্তু রহস্যজনক কারনে এখনো আটকে রয়েছে মন্ত্রনালয়ের সেই আদেশ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।