২৯ নভেম্বর, ২০২৪ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

কক্সবাজার মেডিকেল কলেজে চালু হচ্ছে করোনা টেস্ট

ইমাম খাইর, কক্সবাজারঃ জেলা পর্যায়ে এই প্রথম কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে করোনা টেস্ট।
ইতোমধ্যে করোনা ভাইরাস শনাক্তকরণ ল্যাব ও মেশিন বসানোর কাজ প্রায় শেষ। ল্যাবে কাজ করার জন্য ঝিলংজা জানারঘোনাস্থ মেডিকেল কলেজের ক্যাম্পাসে ৩ গ্রুপে চলছে প্রশিক্ষণ।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) দক্ষ প্রতিনিধি দল সরাসরি কক্সবাজারে অবস্থান করে এসব তদারক করছেন।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী দুয়েকদিনের মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার কাজ শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতি, প্রশিক্ষণের কাজ চালাচ্ছেন আইইডিসিআর।

কক্সবাজারে প্রথম শনাক্ত হওয়া ৭৫ বছর বয়স্ক মহিলা করোনা রোগিকে গত ২৯ মার্চ কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আইসোলেশন ইউনিটের ৬ নম্বর ব্লকের ৩০৭/৩০৬ নম্বর কেবিনে তার চিকিৎসা চলছে। এর আগে জেলা সদর হাসাপালে তার চিকিৎসা চলে। এতে স্বাস্থের অবনতি হলে ঢাকা রেফার দেয়া হয়। ৩০ মার্চ দ্বিতীয়বারের মতো করোনা টেস্ট করতে স্যাম্পল নেয়া হয়।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের ১০ চিকিৎসক, ৮ নার্স ও ৩ ক্লিনার হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সেখানে করোনা রোগির সংস্পর্শে থাকা ৩ চিকিৎকদের করোনা রিপোর্ট নেগেটিভ হয়। কক্সবাজারে হোম কোয়ারেন্টাইনে রয়েছে প্রায় সাড়ে ৩০০ জন। মুক্ত হয়েছেন প্রায় ২০০ জন।
কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান জানান, কক্সবাজার জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ৫৫৩ জনের অধিকাংশ বিদেশ ফেরত। তাদের শরীরে কোন ভাইরাসের লক্ষণ না থাকলেও ‘সর্তকতা’ হিসাবে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখান থেকে ‘মুক্ত’ হওয়া ১৯৮ জনের মাঝে ১৪ দিনেও করোনা ভাইরাস আক্রমণ কোনো লক্ষণ পাওয়া যায় নি।
হোম কোয়ারেন্টাইন ছাড়াও জেলায় ৪ জন বিদেশফেরত বাংলাদেশীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কক্সবাজারের ইনানী এলাকার তিনটি আবাসিক হোটেলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।