কক্সবাজার-রামুর বন্যা দূর্গত অসহায় মানুষের সাহায্যার্থে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। শুক্রবার (২৬ জুন) ভোর থেকেই এমপি কমল নিজ উদ্যোগেই কক্সবাজার সদর ও রামু উপজেলার ২০ হাজারেরও অধিক অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করেছেন।
পাশাপাশি বন্যার্তদের মাঝে চাল, ডাল, চিনি, চিড়া, গুড়সহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করছেন সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। সকালে বাংলাবাজার, পিএমখালী, দরগাহসহ সদর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান এমপি কমল। এ সময় তিনি দূর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করেন। রামু উপজেলার গর্জনিয়া, কচ্ছপিয়া, রাজারকুল ও কাউয়ারখোপ ইউনিয়নে জীবনের ঝুঁকি নিয়ে ¯প্রীড বোটে করে বিভিন্ন সাইক্লোন শেল্টারে গিয়ে মানুষের মাঝে খাবার পৌঁছে দেন এমপি কমল।
এছাড়া তিনি তাঁর স্বেচ্ছাসেবকদলের মাধ্যমে রামু উপজেলার মন্ডল পাড়া, হাজারীকুল, শ্রীকুল, অফিসেরচর, পশ্চিম মেরংলোয়া, সীমা বিহার এলাকা, দুবাই ফিউচার পার্ক এলাকা, বার্মিজ স্কুল এলাকা, উত্তর ও দক্ষিণ তেচ্ছিপুল, দক্ষিণ ফতেখাঁরকুল, তলিয়া পাড়াসহ কক্সবাজারের অন্যান্য এলাকাতেও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন।
কক্সবাজার-রামুর বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরাল হেলাল, সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, সাংসদের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুল্লাহ বিদ্যুৎ, আওয়ামীলীগ নেতা নুরুল হক, রামু চৌমুহনী ব্যবসায়ি সমিতির সদস্য আজিজুল হক আজিজ, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদ আলী, সাদ্দাম হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের আনোয়ার হোসেন বাবলা প্রমূখ।
দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, বন্যা দূর্গতদের সহায়তায় ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজার-রামুর বন্যা কবলিতদের নিরাপদে থাকার ব্যবস্থাকরণসহ চিকিৎসা সেবা ও খাবার বিতরণ অব্যাহত রয়েছে। যতদিন দরকার ততদিন পর্যন্ত এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন এমপি কমল।
এদিকে, ২০১২ সালে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল দূর্গত মানুষের মাঝে বিপুল পরিমাণ ত্রাণ সমাগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা পৌঁছে দেন। এজন্য তিনি দেশব্যাপী প্রশংসিত হয়েছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।