গণহত্যা, গুম, গণগ্রেফতার বন্ধ, অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিক্ষোভ করেছে কক্সবাজার শহর জামায়াত। ৫ এপ্রিল রবিবার শহর জামায়াত-শিবির নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তাগণ বলেন, অবৈধ আওয়ামীলীগ সরকার একদিকে জামায়াত নেতৃবৃন্দের হত্যার ষড়যন্ত্রের মাধ্যমে দেশে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে বন্ধ করতে চায়, অন্য দিকে ২০ দলীয় জোটকে দুর্বল করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। দেশের বিভিন্ন স্থানে কথিত ক্রসফায়ার ও বন্দুক যুদ্ধের নামে জামায়াত-শিবির ও জোট নেতাকর্মীদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা ও গুম করছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, নাশকতা ও লুটপাট চালিয়ে গোটা দেশেই ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। সরকারের জিঘাংসা থেকে রেহাই পাচ্ছে না নিরাপরাধ ছাত্র, নারী, শিশু ও বৃদ্ধরাও। কিন্তু জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোন স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির শেষ রক্ষা হয়নি, আর আওয়ামী লীগেরও হবে না। বক্তারা সরকারকে হঠকারিতা পরিহার করে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। অন্যাথায় সরকারের জন্য করুন পরিণতি অপেক্ষা করছে। আওয়ামীলীগের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জামায়াত-শিবির নেতা-কর্মীরা রাজপথে থাকার অঙ্গীকার ও আগামীতে জালিম সরকারের বিরুদ্ধে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহবান জানানো হয় মিছিলোত্তর সমাবেশে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।