২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

কক্সবাজার সদর উপজেলা আ.লীগ নেতার মার্কেটে হামলাঃ গ্রেফতার ১


কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আজিম দাদা ফরিদের “ফরিদ মার্কেট’ দখলের জন্য হামলা চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় এঘটনা ঘটে। এ ঘটনায় নের্তৃত্বদানকারী ও গ্রেফতারি পরোয়ার আসামী শাহেদুল ইসলামকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আজিম দাদা ফরিদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পার্শ্বে ফুলছড়ি নতুন অফিস বাজার এলাকায় নিজস্ব জমিতে ১৫ কক্ষের ফরিদ মার্কেট’ নির্মাণ করে। ইসলামপুর মধ্যম নাপিতখালী এলাকার বাসিন্দা ও প্রতিষ্ঠিত মানবপাচারকারী নুরুল আজিমের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মার্কেটটি জবর দখলের প্রচেষ্টা চালালেও বাধাঁর মুখে একাধিক বার ব্যর্থ হয়।
দাদা ফরিদের স্ত্রী আয়েশা পারভীন বলেন, বুধবার সকাল ১০টার দিকে ইসলামপুর উত্তর নাপিতখালী এলাকার শাহেদুল ইসলামের নেতৃত্বে ৫/৬ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত উক্ত ফরিদ মার্কেট দখলের উদ্দেশ্যে হামলা চালায়। এসময় বাধাঁর মুখে দুর্বৃত্তরা ব্যর্থ হন।
তিনি আরো জানান,দুর্বৃত্তরা এতেও ব্যর্থ হয়ে কূটকৌশল অবলম্বন করে তার স্বামী ফরিদকে গ্রেফতার করান। মার্কেট মালিক পুলিশী হেফাজতে থাকার কারণে মার্কেটটি অরক্ষিত অবস্থায় থাকায় দুর্বৃত্তরা যে কোন সময় সশস্ত্র হামলা ও জবর দখল করার জন্য প্রস্তুতি নিয়েছে।
এঘটনায় মার্কেট মালিক ফরিদের স্ত্রী আয়েশা পারভীন বাদী হয়ে ইসলামপুর উত্তর নাপিতখালী গ্রামের ফরিদুল আলমের ছেলে শাহেদুল ইসলাম, মৃত মোস্তাক আহম্মদের ছেলে ফরিদুল আলম ও তার স্ত্রী শাহেদা আকতার, মধ্যম নাপিতখালী গ্রামের মৃত ইসহাক সওদাগরের ছেলে মানবপাচারকারী নুরুল আজিম, তার ছেলে শহীদুল আজিম হিরুর বিরুদ্ধে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার তদন্ত করছেন।
ফরিদুল আলমের ছেলে শাহেদুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্টোপলিটন খুলশি থানার (সিআর মামলা নং-৪৪৮/২০১০ইং ) মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া মধ্যম নাপিতখালী গ্রামের মৃত ইসহাক সওদাগরের ছেলে মানবপাচারকারী নুরুল আজিমের বিরুদ্ধে (চকরিয়া থানার মামলা নং-৫৩, জিআর-৬৪৯) এবং উখিয়া থানার মামলা নং-২০, জিআর-৩০, তাং-১৯/০২/২০১৫ইং, ধারা-মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮ এর অভিযোগপত্র নং-২০১, তাং-২৪/৭/২০১৫ইং চার্জসীটভুক্ত আসামী উক্ত নুরুল আজিম। তাদের বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন থানায় আরো বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ সুত্রে জানা গেছে, গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে শাহেদুল ইসলাম তদন্ত কেন্দ্রের আশপাশে ঘুরাঘুরি করার সময় তাকে চট্টগ্রাম খুলশি থানার সিআর মামলা নং-৪৪৮/২০১০ইং মামলায় বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ খায়রুজ্জামান জানান, গ্রেফতারকৃত শাহেদুল ইসলামকে বুধবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান এই পুলিশ ইন্সপেক্টর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।