৮ এপ্রিল, ২০২৫ | ২৫ চৈত্র, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ২৩

প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৩ জনকে আটক করেছে। গত ২৬ আগষ্ট হতে সকাল হতে ২৭ আগষ্ট সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) এর নেতৃতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খায়রুজ্জামান পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ ইয়াছিন পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল,এসআই কাঞ্চন দাশ,এসআই মোঃ সাইফুল ইসলাম,এসআই রাজিব চন্দ্র পোদ্দার,এসআই মোস্তাক আহমদ,এসআই সনজিৎ,এসআই দেলোয়ার, এএসআই বাবলু দে, এএসআই দ্বীন মোহাম্মদ,এএসাই মহিউদ্দিন,এএসআই সাজিদুল,এএসআই বিলাস,এএসআই সঞ্চয়,এএসআই লিটন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন

১।মোঃ সাজ্জাত হোসেন,পিতা-মৃত মোঃ আব্দুল নবী,সাং-বৈদ্যঘোনা,খাজামঞ্জিল, থানা ও জেলা-কক্সবাাজর।

২। মোঃ ইব্রাহীম,পিতা-নরু হোসেন,সাং-মহাজের পাড়া,বেলার বাড়ী, থানা ও জেলা-কক্সবাাজর।

৩। হাবিবুল্লাহ,পিতা-মোঃ বেলাল উদ্দিন,সাং-মাহাজন পাড়া, থানা ও জেলা-কক্সবাাজর।

৪। মোঃ টুটুল,পিতা-মৃত মোঃ হোসেন,সাং-মহাজন পাড়া,(মনুসার বাড়ী), থানা ও জেলা-কক্সবাাজর।

৫। নুরুল ইসলাম,পিতা-হামিদ হোসেন,সাং-বৈদ্যাঘোনা বাইতুল হাজ্জত মসজিদের পাশে,কক্সবাজার,বর্তমান-লিংকরোড,দঃ মুহুরীপাড়া,ঝিলংজা, থানা ও জেলা-কক্সবাাজর।

৬। হাফেজ আহম্মদ,পিতা-আবুল হাসেম,সাং-খরাংখালী,পূর্ব মহেশখালী পাড়া,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার।

৭। মোঃ ইকবাল,পিতা-আঃমতিন,সাং-কারিনঘর,চেয়াম্যান বাড়ীর পাশে,থানা-সিরাজদীখান,জেলা-মুন্সিগঞ্জ।

৮। আবুল হোসেন,পিাত-আনোয়ার হোসেন,সাং-বরুয়াগাজী,থানা-সিরাজদীখান,জেলা-মুন্সিগঞ্জ।

৯। প্রকাশ চন্দ্র শর্মা,পিতা-মৃত ননী গোপাল শর্মা,সাং-হিন্দুপাড়া,খুরুলিয়া, থানা ও জেলা-কক্সবাাজর।

১০। মোঃ তোহা,পিতা-আজিম উদ্দিন,সাং-নয়াপাড়া, মোছনী শরনার্থী ক্যাম্প,থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার।

১১। মোঃ রফিকুল ইসলাম,পিতা-দীল মোহাম্মদ,সাং-পালন কাটা,০৬ নং ওয়ার্ড,বিডিআর স্কুল,থানা ও জেলা-কক্সবাজার।

১২। জাহিদ হোসেন,পিতা-মোস্তাফা,সাং-চাইল্যাথলি,০৬নং ওয়ার্ড,দক্ষিন মিঠাছড়ি,থানা-রামু, জেলা-কক্সবাজার।

১৩। মোঃ বাবুল,পিতা-নুরুল ইসলাম, সাং-কলাতলী, থানা ও জেলা-কক্সবাজার।

১৪। মোঃ মোস্তাক,পিতা-মোজাম্মেল হক,সাং-কলাতলী, থানা ও জেলা-কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্ত আসামী ঃ

১। মোঃ ইউসুফ,পিতা-হাজী আলী আকবর,সাং-পশ্চিম ভাদিতলা,ঈদগাঁও, থানা ও জেলা-কক্সবাজার।

২।মোঃ আবছার,পিতা-মৃত মোঃ ইদ্্িরছ,সাং-মেহের ঘোনা, থানা ও জেলা-কক্সবাজার।

৩। সাহাবুদ্দিন,পিতা-সৈয়দ আকবর,সাং-দক্ষিন তাহের ঘোনা, থানা ও জেলা-কক্সবাজার।

৪। সিরাজ,পিতা-মৃত হাজী নেজামত আলী,সাং-খুরুলিয়া চেয়ারম্যান পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৫। মোঃ কামাল,পিতা- মৃত কবির আহম্মদ,সাং-পূর্ব ইউসুপেরখীল,ইসলামাবাদ,থানা ও জেলা-কক্সবাজার।

৬। শাহজাহান,পিতা-মোহাম্মদ হোছন,সাং-পশ্চিম মোক্তারকুল,বাংলাবাজার, থানা ও জেলা-কক্সবাজার।

৭। মোঃ এমরান,পিতা-রমজান আলী,সাং-পূর্ব পোকখালী,পোকখালী ইউপি, থানা ও জেলা-কক্সবাজর।

৮।আব্দুল মতলব,পিতা-নুরুল হুদা,সাং-মধ্যম নাপিতখালী ০৫ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাাজর।

৯। ছৈয়দুর রহমান,পিতা-বদিউজ্জামান,সাং-মামুন পাড়া,খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।