নিজস্ব প্রতিবেদকঃ ৬ অক্টোবর হতে ৭ অক্টোবর সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), জনাব মোঃ মাইন উদ্দিন, এসআই রাজিব চান্দ্র পোদ্দার,, এসআই সনজিত চন্দ্র নাথ, এসআই সনৎ বডুয়া, এসআই আশিক হায়দার বাকী, এসআই মোঃ আনছারুল হক, এসআই আবুল কালাম, এএসআই মোঃ নিজাম উদ্দিন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৯ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, ০১। জামাল হোছাইন, পিতা- দিল মোহাম্মদ, সাং- দিল মহলরোড় কক্সবাজার পৌরসভা কক্সবাজার, ০২। আবুল বাশার, পিতা- মোঃ আলী, সাং- পশ্চিমপাড়া-চৌকলদন্ডী, থানা ও জেলা- কক্সবাজার, ০৩। কবির আহম্মদ, পিতা- মৃত আমির হোছন, সাং- ফাতের ঘোনা ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। জাহাঙ্গীর আলম, পিতা- মৃত সিরাজুল হক, সাং- কারা মেীল পোঃ সংকর হাট, থানা রাজার হাট, জেলা- কুড়িগ্রাম, এ,পি- মোহন সী ্ওয়েস্ট্রা হোটেলের বি,সিএ ফ্লাটের ম্যানেজার, সাং- লাইট হাউজ পাড়া, ১২নং ওয়ার্ড কলাতলী- কক্সবাজার, ০৫। জয়নাল আবেদীন, পিতা- মৃত সৈয়দ হোসেন, সাং- জালালাবাদ ফরাজী পাড়া ঈদগাও, থানা ও জেলা- কক্সবাজার, ০৬। কলিম উল্লাহ, পিতা- জাহাঙ্গীর আলম, সাং- গোলার পাড়া পি,এম, খালী, থানা ও জেলা- কক্সবাজার, ০৭। মোঃ সেলিম, পিতা- মৃত আবুল হোসেন, সাং- সুজা স্ওদাগর পাড়া পশ্চিম টেকপাড়া, ০৮। মোঃ গফুর, পিতা- মৃত ফয়সাল আহম্মদ, সাং- আলীর জাহান সিটি কলেজ এলাকা উভয়, থানা ও জেলা- কক্সবাজার, ০৯। দেলোয়ার হোসেন, পিতা- হাবিবুর রহমান, সাং- সেকান্দর পাড়্ াথানা চকরিয়া, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।