
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার জেলা সদর হাসপাতালের ডা: ফাতেমা ইব্রাহিম মিশুর নেতৃত্ব উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধার সন্তান কামরুন নেছা বেবীর উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন করেছে রোগীর স্বজন ও স্থানীয় এলাকাবাসী।
শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, সদর হাসপাতাল একটি সিন্ডিকেটের পরিণত হয়েছে। তাদের কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত হয়রানি ও হামলার শিকার হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এসময় পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাশ,
উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল হক আমিন, হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টুসহ ভুক্তভোগী পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।