৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ | ৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি : জিন্নাত সভাপতি-পলাশ সম্পাদক


বিশেষ প্রতিবেদক::কক্সবাজারে সাংবাদিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা দি ডেইলি স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাতের সভাপতিত্বে ও দৈনিক ডেসটিনি পত্রিকার কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক সমুদ্র কন্ঠ সম্পাদক মঈনুল হাসান পলাশের পরিচালনায় কক্সবাজারের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফরিদুল আলম শাহীন, বাংলাভিশন প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকন, চ্যানেল নাইন প্রতিনিধি জাবেদ ইকবাল চৌধুরী, সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, ডেইলি সান প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেল, এশিয়ান টিভি প্রতিনিধি ইমাম হোসেন শফিক প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী জিন্নাতকে সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য ফরিদুল আলম শাহীন ও প্রতিষ্ঠাতা সদস্য মোর্শেদুর রহমান খোকনকে সহ-সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য মঈনুল হাসান পলাশকে সাধারণ সম্পাদক, জাবেদ ইকবাল চৌধুরীকে যুগ্ন সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ কায়সারকে কোষাধ্যক্ষ, প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুর রহমান রুবেলকে সাংগঠনিক সম্পাদক, ইমাম হোসেন শফিককে প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম মো. রাসেদকে দপ্তর সম্পাদক এবং যায়যায়দিন পত্রিকার জাবেদ আবেদিন শাহীন, মানবজমিন পত্রিকার রাসেল চেšধুরী ও প্রতিষ্ঠাতা সদস্য জাগো নিউজ’র সায়ীদ আলমগীরকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দৈনিক দৈনন্দিন পত্রিকার প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ৫ জানুয়ারি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নতুন সভাপতি মুহাম্মদ আলী জিন্নাত বলেন, যে উদ্দেশ্য নিয়ে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন পথচলা শুরু করেছিল বর্তমান নেতৃত্ব সম্পূর্ণ তার উল্টো পথে চলছে। অপেশাধারি আচরণের কারণে তাদের কর্মকান্ড থেকে নিজেদের গুটিয়ে রাখা হয়েছিল। এ সুযোগে তারা আরো বেপরোয়া হয়ে অনৈতিক কর্মকান্ড বাড়াচ্ছে। আর অপেশাধারি আচরণে সাংবাদিকদের মাঝে গ্রুপিং সৃষ্টিতে অপ্রতিদ্বন্ধি সংগঠনে পরিণত হচ্ছিল। তাই সাংবাদিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠা সংবাদকর্মীদের নিয়ে আবারো সংগঠনটির হাল ধরেছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।