১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজার সাংবাদিক সমিতির প্রতিবাদ সভা অনুষ্টিত


প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্ঠা ইংরেজী দৈনিক বাংলাদেশ অবজারভারের সম্পাদক, ডিবিসির চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কক্সবাজার সাংবাদিক সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। ৪ ফেব্রুয়ারী বিকেল ৪টায় শহরের এক অভিজাত হোটেলের রেস্তোরায় আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সাংবাদিক সমিতির সিনিয়র সহ সভাপতি দৈনিক আপনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ হোসেন। সভায় বক্তারা বলেন, ইকবাল সোবহান চৌধুরী শুধুমাত্র ব্যক্তি নন একটি প্রতিষ্টান। তিনি সাংবাদিক সমাজের অধিকার আদায়ে অগ্রনী ভূমিকা পালন করে আসছেন। তিনি অপশক্তির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকেন। কিন্তু অশুভ শক্তির আঁতে ঘা লাগায় তাঁর বিরুদ্ধে আজ ষড়যন্ত্র শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় একজন সাংসদ তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছেন। বক্তারা বলেন, এভাবে সাংবাদিকসহ সাংবাদিক নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ ও সুদুরপ্রসারী ষড়যন্ত্রেরই বহি:প্রকাশ। বক্তারা অবিলম্ভে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারন করেন। সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, সাপ্তাহিক সাগরকণ্ঠের সম্পাদক এড. ফরিদুল আলম, দৈনিক আপনকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমানুল হক বাবুল, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি এম. আমান উল্লাহ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনর রশিদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি এম শাহ আলম, সিনিয়র সাংবাদিক মো: আমান উল্লাহ, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার শহর প্রতিনিধি রাশেদ রিপন, ভয়েস মেরিনার আবদুল মালেক নঈম প্রমুখ। সভায় দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিমকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও কক্সবাজার সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মামলা প্রত্যাহারের দাবী জানান নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।