২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজার হানাদারমুক্ত দিবস পালিত

muktijodda
মহান স্বাধীনতার যুদ্ধের চূড়ান্ত বিজয়ের আগেই হানাদারমুক্ত হয়েছিল কক্সবাজার। জেলার বীর সন্তানদের প্রতিরোধের মুখে ১৯৭১ সালের ১১ ডিসেম্বরের আগেই কক্সবাজার ছেড়ে পালিয়েছিল হানাদার বাহিনী। হানাদারমুক্ত হলে ১১ ডিসেম্বর আনুষ্ঠানিক বিজয়ের পতাকা উত্তোলন করা হয়েছিল। কক্সবাজার পাবলিক হল ময়দানের আমতলায় বিপুল মুক্তিকামী জনতার সমাগমের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই থেকে এই দিনটিলে কক্সবাজার হানাদারমুক্ত দিবস হিসাবে পালন করে আসছে কক্সবাজারবাসী। তারই ধারাবাহিকতায় রোববার কক্সবাজার হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে জয়বাংলা বাহিনী-৭১ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা মুক্তিযুদ্ধ সংসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জয়বাংলা বাহিনী-৭১ যুগ্ম কমান্ডার আবু তাহের মাসুদ, এড. আবুল কালাম আজাদ, রশিদ আহামদ বিএ, আবদুল মাবুদ, আলহাজ্ব নাছির আহামদ চৌধুরী, শামসুল আলম, এম. খোরশেদুল ইসলাম চৌধুরী, অনিল কুমার দে, মমতাজ আহামদ, মো. ইউনুছ, আবু জাফর, জামাল উদ্দীন।
আলোচনায় সভায় বক্তারা বলেন, ‘স্বাধীনতা ৪৫ বছরও কক্সবাজারের অনেক বধ্যভূমি চিহ্নিত করা যায়নি। অনেক বধ্যভূমি চিহ্নিত হলেও সেগুলো দখলমুক্ত করা যায়নি। প্রভাবশালীরা বধ্যভূমি দখল করে স্থাপনা তুলেছে। কিন্তু প্রশাসন এগুলো উদ্ধারে কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা দখলে থাকা বধ্যভূমি উদ্ধার করে তা সঠিক রক্ষণাবেক্ষণের দাবি জানাচ্ছি। পাশাপাশি অসহায় মুক্তিযোদ্ধা সহযোগিতা দেয়ার দাবি জানাচ্ছি।
আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা ও বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত করা হয়।muktijodda

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।