২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কচ্ছপিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোহেল সিকদারের দৃষ্টান্ত

হাফিজুল ইসলাম চৌধুরী : শীতের পদধ্বনি সর্বত্র। অল্প কিছুদিনের মধ্যেই জেকে বসবে শীত। পাহাড়ঘেরা রামুর পূর্বাঞ্চলে রাতে এখন নেমে আসে শীতের হিম বাতাস। হিম বাতাসে অসহায় পরিবারের শিশুরা থাকছে উদোম শরীরে। তাদের এই কষ্ট দূর করতে চান কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল।
এই লক্ষে শনিবার (১১ নভেম্বর) বিকেলে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্তত অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীকে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। শীতের শুরুতে শিশুরা বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে বেজায় খুশি। শীতবস্ত্র পাওয়া শুধু শিশুরা নয়, তাদের অভিভাবকেরাও খুশি হয়েছেন।
১ নম্বর গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী কুলসুমা আক্তার পেয়েছেন নতুন জ্যাকেট। কুলসুমা বললেন, এই জ্যাকেট পাওয়াতে এখন সকাল সকাল বিদ্যালয়ে যেতে পারবেন। সোহেল সিকদারের কাছে তারা কৃতজ্ঞ। ডাকভাঙলো চত্ত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ শেষে সোহেল সিকদারের উদ্যোগেই কচ্ছপিয়া ইউনিয়নে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশালকার কেক কাটা হয়। এসময় নেতাকর্মীদের ঢল নামে। কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল সিকদার ঘোষণা দেন-অসহায় মানুষের পাশে তিনি আমৃত্যু দাঁড়াবেন।
অনুষ্ঠানে কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবু আয়ুব আনছারি, লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হুমায়ুন কবির, কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লবা কর্মকার, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, কচ্ছপিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক আবু তালেব, সৈনিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিশাদ, যুবলীগনেতা মালেক, বেলাল, আবদুল্লাহ, সোলাল দাশ, সেলিম, ছালেহ আহমদ, হেলাল, অলি আহমদ, জাহাঙ্গীর, ছাত্রলীগনেতা সাহাব উদ্দিন, ইকবাল হোসাইন, শ্রমিকলীগ নেতা আনিস খান প্রমূখ বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।