২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

কচ্ছপিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সোহেল সিকদারের দৃষ্টান্ত

হাফিজুল ইসলাম চৌধুরী : শীতের পদধ্বনি সর্বত্র। অল্প কিছুদিনের মধ্যেই জেকে বসবে শীত। পাহাড়ঘেরা রামুর পূর্বাঞ্চলে রাতে এখন নেমে আসে শীতের হিম বাতাস। হিম বাতাসে অসহায় পরিবারের শিশুরা থাকছে উদোম শরীরে। তাদের এই কষ্ট দূর করতে চান কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল।
এই লক্ষে শনিবার (১১ নভেম্বর) বিকেলে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্তত অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীকে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। শীতের শুরুতে শিশুরা বিনামূল্যে শীতবস্ত্র পেয়ে বেজায় খুশি। শীতবস্ত্র পাওয়া শুধু শিশুরা নয়, তাদের অভিভাবকেরাও খুশি হয়েছেন।
১ নম্বর গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী কুলসুমা আক্তার পেয়েছেন নতুন জ্যাকেট। কুলসুমা বললেন, এই জ্যাকেট পাওয়াতে এখন সকাল সকাল বিদ্যালয়ে যেতে পারবেন। সোহেল সিকদারের কাছে তারা কৃতজ্ঞ। ডাকভাঙলো চত্ত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ শেষে সোহেল সিকদারের উদ্যোগেই কচ্ছপিয়া ইউনিয়নে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশালকার কেক কাটা হয়। এসময় নেতাকর্মীদের ঢল নামে। কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল সিকদার ঘোষণা দেন-অসহায় মানুষের পাশে তিনি আমৃত্যু দাঁড়াবেন।
অনুষ্ঠানে কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবু আয়ুব আনছারি, লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হুমায়ুন কবির, কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লবা কর্মকার, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, কচ্ছপিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক আবু তালেব, সৈনিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিশাদ, যুবলীগনেতা মালেক, বেলাল, আবদুল্লাহ, সোলাল দাশ, সেলিম, ছালেহ আহমদ, হেলাল, অলি আহমদ, জাহাঙ্গীর, ছাত্রলীগনেতা সাহাব উদ্দিন, ইকবাল হোসাইন, শ্রমিকলীগ নেতা আনিস খান প্রমূখ বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।