২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

‘কচ্ছপিয়া যুবলীগের সম্পাদক পদে সোহেল সিকদার’ই বহাল’


রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের কমিটি নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। রোববার (২এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান যুবলীগ সভাপতি নজরুল ইসলামকে পুনরায় সভাপতি ও ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এম সেলিমকে সাধারণ সম্পাদক করার খবর ছড়িয়ে পড়লে যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ঘৃণ্য এমন সংবাদে জেলা-উপজেলাসহ ইউনিয়নের নেতাকর্মীরাও বিভ্রান্ত হয়ে পড়ে। আর এদিকে কথিত কমিটির সাধারণ সম্পাদক এম সেলিমকে নিয়ে বিএনপি-জামায়াতের একাধিক নেতাকর্মী প্রকাশ্যে মোটর সাইকেল শোভাযাত্রা করায় সরকার তথা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছে মাঠপর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা।
জানা গেছে, বিএনপি-জামায়াত অধ্যুষিত কচ্ছপিয়া ইউনিয়নে বিগত সংসদ, উপজেলা ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অগ্রণী ভূমিকা রাখেন কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল। কিন্তু যুবলীগের সুশৃঙ্খল এ কর্মকান্ড নিয়ে বিএনপি-জামায়াতের কিছু নেতাকর্মী এলাকায় নানা ষড়যন্ত্র শুরু করেছে। এরই অংশ হিসেবে গত রবিবার সোহেল সিকদারকে বহিষ্কার করে এম সেলিমকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে মর্মে সংবাদ ছড়ায় এলাকায়। দুপুরে মোটর সাইকেল শোভাযাত্রা বের হলে নেতাকর্মীদের মাঝে নানা প্রশ্ন দেখা দেয়।
এদিকে এ ব্যাপারে কক্সবাজার জেলা যুবলীগের দপ্তর ও রামু উপজেলার সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়ার কাছে জানতে চাইলে, সোহেল সিকদারের বহিষ্কারাদেশ সত্য নয় স্বীকার করে তিনি বলেন- যুবলীগ আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে পরিচালিত হয়। এখানে হুট করে অন্য দলের কেউ এসে নেতা হওয়ার সুযোগ নেই। সুতরাং কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগে নজরুল ইসলাম সভাপতি ও নাছির উদ্দিন সিকদার সোহেল সাধারণ সম্পাদক পদে বহাল আছেন। তাই নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। পাশাপাশি যুবলীগে বিভেদ সৃষ্টি করলে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী উচ্চারণ করেন এ নেতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।