২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কমছে স্বর্ণের দাম

photo-1479055096দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে দেড় হাজার টাকা কমানো হয়েছে। আগামীকাল সোমবার থেকেই নতুন মূল্য তালিকা কার্যকর হবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের নতুন মূল্যতালিকায় ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ৪৬ হাজার ৮৮৯ টাকা। বর্তমান বাজারে এর দাম ভরিপ্রতি ৪৮ হাজার ৩৪৭ টাকা। প্রতি ভরিতে এক হাজার ৪৫৮ টাকা দাম কমানো হয়েছে। প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ৪৪ হাজার ৬৭৩ টাকা করা হয়েছে। বর্তমান বাজারে এর দাম ভরিপ্রতি ৪৬ হাজার ১৮৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩৯ হাজার ৫৯৯ টাকা থেকে কমিয়ে ৩৮ হাজার ৪৯১ টাকা করা হয়েছে। প্রতি ভরিতে এক হাজার ১০৮ টাকা কমানো হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৭ টাকা কমানো হয়েছে। বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ২৭ হাজার ৫২৭ টাকা যা আগামীকাল থেকে ২৬ হাজার ১০ টাকা দরে বিক্রি হবে।
অন্যদিকে রুপার দাম কমিয়ে ভরি প্রতি নির্ধারণ করা হয়েছে ৯৩৩ টাকা। বর্তমানে বাজারে প্রতি ভরি রুপা এক হাজার ২২৪ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ভরিতে ২৯১ টাকা কমানো হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান এনটিভি অনলাইনকে বলেন, বহির্বিশ্বে স্বর্ণের দাম কমায় দেশীয় বাজারে স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামীকাল থেকে কার্যকর হবে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।