২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কমছে স্বর্ণের দাম

photo-1479055096দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে দেড় হাজার টাকা কমানো হয়েছে। আগামীকাল সোমবার থেকেই নতুন মূল্য তালিকা কার্যকর হবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের নতুন মূল্যতালিকায় ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ৪৬ হাজার ৮৮৯ টাকা। বর্তমান বাজারে এর দাম ভরিপ্রতি ৪৮ হাজার ৩৪৭ টাকা। প্রতি ভরিতে এক হাজার ৪৫৮ টাকা দাম কমানো হয়েছে। প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ৪৪ হাজার ৬৭৩ টাকা করা হয়েছে। বর্তমান বাজারে এর দাম ভরিপ্রতি ৪৬ হাজার ১৮৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩৯ হাজার ৫৯৯ টাকা থেকে কমিয়ে ৩৮ হাজার ৪৯১ টাকা করা হয়েছে। প্রতি ভরিতে এক হাজার ১০৮ টাকা কমানো হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৭ টাকা কমানো হয়েছে। বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ২৭ হাজার ৫২৭ টাকা যা আগামীকাল থেকে ২৬ হাজার ১০ টাকা দরে বিক্রি হবে।
অন্যদিকে রুপার দাম কমিয়ে ভরি প্রতি নির্ধারণ করা হয়েছে ৯৩৩ টাকা। বর্তমানে বাজারে প্রতি ভরি রুপা এক হাজার ২২৪ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ভরিতে ২৯১ টাকা কমানো হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান এনটিভি অনলাইনকে বলেন, বহির্বিশ্বে স্বর্ণের দাম কমায় দেশীয় বাজারে স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামীকাল থেকে কার্যকর হবে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।