২ এপ্রিল, ২০২৫ | ১৯ চৈত্র, ১৪৩১ | ৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

করোনা থেকে বাঁচতে অ্যালকোহল পান, ইরানে ৭২৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাঁচতে বিষাক্ত অ্যালকোহল পান করে ইরানে ৭ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তারা ভেবেছিলেন, অ্যালকোহল পান করলে করোনার হাত থেকে বাঁচা যাবে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালকোহল পান করে গত ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত ইরানে ৭২৮ জনের মৃত্যু হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, গত বছর অ্যালকোহল পান করে মৃত্যু হয়েছিল ৬৬ জনের।

গত বছর থেকেই ইরানে অ্যালকোহল পান করে মৃত্যুর হার বাড়তে দেখা গেছে। করোনাভাইরাস মহামারির মধ্যে চলতি মাসে প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর জানিয়েছেন, ৫ হাজার ১১ জন বিষাক্ত অ্যালকোহল পান করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, প্রায় ৯০ জনের চোখে সমস্যা দেখা দিয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর এই ভাইরাস ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে করোনাভাইরাস। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় ইরানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

দেশটিতে এখন পর্যন্ত ৯১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৫ হাজার ৮০৬ জন। মেথানল বিষাক্ত উপাদানে তৈরি। এটি সরাসরি পান করা বা ঘ্রাণ নেওয়া যায় না। সরাসরি পান করলে তা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করে এবং মস্তিষ্কেরও ক্ষতি করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।