২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

করোনা: রামুতে প্রস্তুত ৫০ শয্যার আইসোলেশন ইউনিট

 

করোনায় আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত করা হয়েছে  ৫০ শয্যার আইসোলেশন ইউনিট। এই ইউনিটে সেবায় নিয়োজিত থাকবেন সাত চিকিৎসকসহ ১৫ জনের একটি দল। তবে রোগীর সংখ্যা বাড়লে চিকিৎসক-নার্সের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরনের জন্য তৈরি নতুন ভবনের উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এই নতুন ভবনেই করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হয় ৫০ শয্যার একটি আইসোলেশন ইউনিট।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, রামু হাসপাতালের নতুন এই ভবনেই করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। সে লক্ষে আইসোলেশন ইউনিটে সেবাদানের জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে ভবনও।

তিনি আরও বলেন, করোনা মারাত্মক কোনো রোগ নয়, আতঙ্কিত না হয়ে সর্তকতার মাধ্যমে এটাকে প্রতিরোধ করা সম্ভব।

এ সময় তিনি সামাজিক সচেতনার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করার আহ্বান জানিয়ে বলেন, সবাই দয়া করে নিজ নিজ বাড়িতে অবস্থান করুন এবং সরকারের নির্দেশনা মেনে চলুন।

রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামশুদ্দিন আহমেদ প্রিন্স, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরনের কাজ শুরু হরা হয়। নিয়ম অনুযায়ী ২০০৯ সালের আগস্টে সেই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ১৩ বছর পর আজ সেই নতুন ভবনের উদ্বোধন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।