কক্সবাজার শহরে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ; এসময় উদ্ধার করা হয়েছে ইয়াবা ও অস্ত্র। পুলিশর ধারণা, লেনদেন নিয়ে ইয়াবা ব্যবসায়ীদের দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে কক্সবাজার শহরের কলাতলীস্থ উত্তরণ আবাসিক এলাকার পিছনের পাহাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দন চৌধুরী। নিহত মোস্তাক আহমদ ওরফে হাজী মুফিজ (৩২) কক্সবাজার সদর উপজেলার কলাতলীর বড়ছড়া এলাকার ফজল করিমের ছেলে। ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মোস্তাকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। বখতিয়ার বলেন, শুক্রবার ভোরের দিকে কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকার পিছনের পাহাড়ে গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি বলেন, “ পরে পুলিশ সকালে ঘটনাস্থলে পড়ে থাকা গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে, দেশে তৈরী ১ টি বন্দুক, ৩ রাউন্ড গুলি ও ২ হাজার ৮০০ ইয়াবা। ধারণা করা হচ্ছে, লেনদেন নিয়ে ইয়াবা ব্যবসায়ীদের দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে। ” নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান বখতিয়ার।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।