এম.আবদুল্লাহ আল মামুন,রামুঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে
রামু উপজেলার কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত হয়েছে,
কমিটিতে সাবেক মেম্বার হাজী মোঃ আবদুল্লাহ সভাপতি ও নুরুল হাকিম কাজল সাধারন সম্পাদকও মাস্টার তাজ উদ্দীন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছে,
এ উপলক্ষে গত ২৪ ডিসেম্বর রবিবার বিকেলে মসজিদে এক সভা অনুষ্টিত হয়,
সভায় উপস্হিত সকলের সম্মতি ক্রমে মসজিদ পরিচালনি কমিটি গঠিত হয়,
নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন উপদেষ্টাঃ হাজী মালেকুজ্জামান,মোক্তার আহমদ, আবদুল খালেক সাবেক মেম্বার,আবদুল গফফার সাবেক মেম্বার,
সহ সভাপতি জাফর আলম,মৌঃ গোলাম কাদের,মৌঃ মুফতি কামাল হোছাইন, যুগ্ন সম্পাদক এনামুল হক সও, হাবিবুল্লাহ সওঃ, দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সদস্য মিরকাসেম সাবেক মেম্বার,
কাজী এম,আবদুল্লাহ আল মামুন, মৌঃ এনামুল হক,
ওমর ফারুক, নুরুল হক হেলালী,আবদুল আজিজ সওঃ,মোঃ তৈয়ব সওঃ,খতীব মৌঃ কলিমুল্লাহ, আমির হোছাইন কেরানী,
তারেক আহমদ,ওবাইদুর রহমান কায়সার, ইমাম মৌঃ আহমদ উল্লাহ, হাজী নুর আহমদ, সুলতান আহমদ,আবুল শমা,ছৈয়দ আহমদ,
অডিট উপকমিটিঃমৌঃ মোঃ মোস্তফা,মৌঃ মোঃ মোস্তফা,মৌঃ আহমদ উল্লাহ,জয়নাল আবেদীন,মৌঃ হাঃ ফরিদুল আলম,মৌঃ ছনাউল্লাহ
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।