চকরিয়া উপজেলার কাকারার রুদ্রপল্লীতে কাকারা রুদ্রপল্লী সার্বজনীন শ্রীশ্রী কালী মন্দির মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপি শ্রীশ্রী ভূবনমঙ্গল মহানামজজ্ঞ সম্পন্ন হয়েছে। বুধবার ১মার্চ রাত ১১টায় রুদ্রপল্লী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ধর্মসভায় সভাপতিত্ব করেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ণেন্দু বিকাশ রুদ্র বি.এস.সি.বি.এড। রুদ্রপল্লীর গ্রামের কৃতী সন্তান ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নরেশ রুদ্র টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের সফলতার অংশ হিসেবে কাকারা রুদ্রপল্লী কালী মন্দিরের সামগ্রিক উন্নয়নের জন্য জেলা পরিষদের তরফ থেকে সবধরনের সহযোগিতা প্রদান করা হবে। একে একে বাস্তবায়ন করা হবে গৃহীত কর্মসূচি। ধারাবাহিকভাবে এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের মানচিত্রে একটি অনন্য সম্প্রীতির বাংলাদেশ হিসেবে পরিচিতি তুলে ধরতে দলমত ও ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ ও চকরিয়া থানার এসআই মো. খালেদ হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে কাকারা চেয়ারম্যান শওকত উসমান; তার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মন্দিরের প্রাথমিক উন্নয়নের জন্য ১লাখ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেন। সভায় প্রধান ধর্মীয় আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ হরিনাম প্রচার সংঘের সভাপতি নেত্রকোনা দূর্গাপুর চন্ডিগড়ের নিত্যানন্দ গোস্বামী (নয়ন) ও বিশেষ ধর্মীয় আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দে। এসময় উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু ধর্মানুরাগি ব্যক্তিবর্গ। ধর্মসভার সার্বিক তত্ত্বাবধান করেন কাকারা রুদ্র পল্লী সার্বজনীন শ্রীশ্রী কালী মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন রুদ্র, সাধারণ সম্পাদক অজয় কুমার রুদ্র ও অর্থ সম্পাদক রনজিত রুদ্র (বৈকুষ্ঠ)। এরআগে অধিবাস কীর্ত্তন পরিচালনা করেন সন্দীপ শ্রী নিতাই গৌর অঙ্গনের নরোত্তম গোস্বামী।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।