জামায়াত নেতা কামারুজ্জামান সম্ভবত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘খুব সম্ভব, উনি প্রাণভিক্ষা চাননি। কামারুজ্জামানের ইচ্ছা অনুসারে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ-কালের মধ্যেই এ সম্পর্কে জানতে পারবেন।’ শুক্রবার রাতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তবে কবে নাগাদ তার ফাঁসি কার্যকর করা হবে, সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
শুক্রবার সকালে দুই ম্যাজিস্ট্রেট কারাগারে কামারুজ্জামানের কাছে গিয়েছিলেন তার সিদ্ধান্ত জানতে। প্রায় দেড় ঘণ্টা কারাগারে অবস্থান করে বেরিয়ে যান তারা। গণমাধ্যমের কাছেও তারা কোনও বক্তব্য দেননি।
এর আগে সাংবাদিকদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে ভাবার জন্য আরও কিছু সময় দেওয়া হয়েছে কামারুজ্জামানকে। ম্যাজিস্ট্রেটদের কাছে তিনি আরও কিছু সময় চেয়েছিলেন বলেও জানান তিনি। এ বিষয়ে দ্রুত তাকে সিদ্ধান্ত দিতেও বলা হয়েছে।
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রাতের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। পুলিশের দায়িত্বশীল এক সূত্রে জানা যায়, পুলিশরে সব পর্যায়ের সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।