চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে সরকারীভাবে ১৪ জন শিক্ষার্থী ট্যালেন্ট ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। তৎমধ্যে ৪ জন ট্যালেন্টপুল ও ১০জন সাধারণ গ্রেড। স্কুলের ১৮২ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৫ জন ছাত্রছাত্রী এ প্লাস পেয়েছে। তাদের মধ্যে গতকাল ৩০ মার্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষাবোর্ড প্রকাশিত ফলাফলে ১৪ জন ছাত্রছাত্রী বৃত্তি পায়। তারা হলেন ট্যালেন্টপুলে- আলমুহাইমিন আলভি, নাহিদা সোলতানা রিচি, ফাউজিয়া তাহসিন, তারানা কাবেরি, সাধারণ গ্রেডে- মোহাম্মদ আছেম, মোহাম্মদ শিফাউল আয়াল, ইমরান মাহমুদ শাওন, মোহাম্মদ তায়েফ, সাদিয়া ইসলাম উর্মি, নাইমা জান্নাত হামিদা, সারমিলা সাবেহা রাফায়াত, আতিয়া তাবাচ্চুম, ফায়েসা জান্নাত, সারমিন সোলতানা রিকু। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির জানিয়েছেন, সরকারীভাবে উপজেলা পর্যায়ে স্কুলের ১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। স্কুলের এ সাফল্যের পেছনে তিনি কর্মরত শিক্ষক অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাধুবাদ জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।