উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় ও কুতুপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কক্সবাজার-টেকনাফ আরাকান সড়কে গতিরোধক স্থাপনের দাবী জানিয়েছেন কুতুপালং এর সচেতন মহল।
কুতুপালংয়ের এই দুই বিদ্যালয়ে প্রায় ২ হাজারের উপর ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে। তাদের নিরাপত্তায় সড়কে দ্রুত সম্ভব গতিরোধক স্থাপনের দাবী জানিয়েছেন স্থানীয়রা।
কুতুপালং গ্রামের চাকুরীজীবী রাজু বড়ুয়া তার ফেসবুক স্ট্যাটাসে তিনি অনতিবিলম্বে গতিরোধক স্থাপনের দাবী জানান।
এদিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইন উদ্দিন তার স্ট্যাটাসে এ ব্যাপারে ব্যবস্থা নিবেন বলে কমেন্টস করে জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।